টাকা নিয়ে খাদ্য দফতরেও চাকরির টোপ কুন্তলের! তৃণমূল নেতার নামে আরেক কেচ্ছা ফাঁস

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। যত দিন যাচ্ছে, আরও যেন গভীরতা বাড়ছে দুর্নীতির। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে। শিক্ষা দফতরের পর সেই কুন্তলের বিরুদ্ধেই এবার প্রকাশ্যে খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামেও লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ।

   

শিক্ষার দুর্নীতির পর এবার তৃণমূল নেতার আরও এক কেচ্ছা ফাঁস। জানা গিয়েছে, ৭ লক্ষ টাকার বিনিময়ে এক যুবককে খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় কুন্তল। সেইমত হাতিয়ে নেন ৩ লক্ষ টাকা। কথা ছিল একবার চাকরি পেয়ে গেলে বাকি টাকা পাওয়া যাবে। কিন্তু কোথায় সেই চাকরি। প্রতারিত পরিবার না পেল চাকরি, আর না ফেরত পেল টাকা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির এই চক্রে বহুদূর হাত ছিল কুন্তলের। ফলে সাধারণ মানুষের তাঁর পাতা জালে পা দেওয়া খবর একটা অস্বাভাবিক বিষয় ছিল না।এদিন কুন্তলের বিরুদ্ধে মিথ্যা চাকরির টোপ, দিয়ে প্রতারণার বিষয়টি তুলে ধরেন হুগলির বলাগড়ের জিরাটের বাসিন্দা রূপা দাস ও তার ছেলে। রুপার অভিযোগ, তাঁর বাড়ির পাশেই রয়েছে কুন্তলের দিদি কুন্তলার বাড়ি। সে দিদিই রুপা জানায় “তার ভাই মাত্র ২০ দিনের মধ্যেই চাকরি করিয়ে দিতে পারবে।” কিন্তু সেই চাকরি হাতে পেতে হলে দিতে হবে ১৪ লক্ষ টাকা। শুধু তাই নয় সেই ১৪ লক্ষের মধ্যে প্রথম ভাগে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল কুন্তল।

kuntal ghosh

তবে অতপরিমান টাকা দিতে না পারায় প্রথমে নগদ তিন লক্ষ টাকা কুন্তলকে দেয় রুপা। কুন্তল চাকরি হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা বলে তাঁকে। তবে টাকা নেওয়ার পর চাকরি না হওয়ায় ৩ লক্ষ টাকা ফেরত নিতে যান রুপা। তবে কিসের কি! রুপার অভিযোগ টাকা নিয়ে নেওয়ার পর থেকেই তাঁর সাথে আর যোগাযোগ রাখত না কুন্তল। এরপর টাকা চাইতে তাঁর বাড়িতে হানা দিলে কুন্তলের দারওয়ান তাঁদের তাড়িয়ে দেন। রুপার দাবি, এখন ইডি যদি তাঁর কষ্টের টাকা কুন্তলের কাছ থেকে ফেরত দিতে পারে, তবে রুপা তাঁর মেয়ের অপারেশন করতে করাবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর