বোর্ড মিটিংয়ের পর প্রকাশ্যে এল এটিকে-মোহনবাগানের নতুন লোগো, কি হল জার্সির রং? জেনে নিন

এই বছর সংযুক্তিকরণ হয়েছে এটিকে এবং মোহনবাগান দুটি ফুটবল ক্লাবের। এটিকে এবং মোহনবাগান দুটি ফুটবল ক্লাব একত্রিত হয়ে আগামী মরশুম থেকে আইএসএলে নামবে। তবে তার আগে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাফেরা করছিল এটিকে এবং মোহনবাগান ফুটবল সমর্থকদের মধ্যে। নতুন মরশুমে কি নামে নামবে এই নতুন দলটি? তাহলে কি মোহনবাগানের চির ঐহিত্যশালী পালতোলা নৌকা মুছে যাবে? জার্সির রংইবা কি হতে চলেছে? অবশেষে পাওয়া গেল এই সমস্ত প্রশ্নের উত্তর।

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বৈঠকে বসেছিলেন এটিকে এবং মোহনবাগান কর্তারা। এই বৈঠকের পর ঠিক হয় নতুন যে দলটি তৈরি হয়েছে সেই দলটির নাম হবে এটিকে-মোহনবাগান। এটিকে-মোহনবাগান নামেই এবার থেকে খেলতে দেখা যাবে দলটিকে। নতুন লোগোতে লেখা থাকবে এটিকে-মোহনবাগান। তবে লোগোতে জায়গা করে নিয়েছে মোহনবাগানের ঐতিহ্যবাহী পালতোলা নৌকা। এছাড়াও মোহনবাগান সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে জার্সির রং সবুজ মেরুন রাখতে সফল হয়েছেন মোহনবাগান ক্লাব কর্তারা।

এটিকে-মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বোস এবং দেবাশীষ দত্ত জানিয়েছেন যে, মোহনবাগানের ঐতিহ্যের কথা মাথায় রেখেই জার্সির রং সবুজ মেরুন এবং লোগোতে পালতোলা নৌকা রাখা হয়েছে, যাতে মোহনবাগান সমর্থকরা দেখলেই বুঝতে পারেন যে এটা আমাদের সেই পুরনো ঐতিহ্যশালী মোহনবাগান, ভালোবাসার মোহনবাগান ক্লাব খেলছে। দুই চ্যাম্পিয়ন ক্লাবের সংযুক্তিকরনে খুবই খুশি হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা এটিকে-মোহনবাগানের সহ-কর্ণধর সৌরভ গাঙ্গুলী। তিনি দুই দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর