ছেড়ে চলে গেছে গার্লফ্রেন্ড! পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে সাত লক্ষের “ব্রেকআপ বিল” ধরালেন প্রেমিক

বাংলা হান্ট ডেস্ক: প্রেম তথা ভালোবাসার সম্পর্কে হঠাৎ ছেদ দেখা গেলেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন যুগলেরা। বর্তমান সমাজে এই রেশ এখন সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। আর এভাবেই পুরোনো সম্পর্ককে ভুলে নতুন কোনো সিদ্ধান্তের দিকে হাঁটেন তাঁরা। তবে, প্রেমিক এবং প্রেমিকার সম্মতিক্রমেই এই বিচ্ছেদের ঘটনা ঘটে। কিন্তু, এবার এই বিচ্ছেদসংক্রান্ত এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনে কার্যত স্তম্ভিত হয়েছেন সকলে।

   

জানা গিয়েছে যে, চিনের সাংহাইর এক ব্যক্তি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। মূলত, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পরে তিনি প্রতিবাদে একটি খরচের তালিকার মাধ্যমে প্রেমিকার কাছ থেকে টাকা ফেরতের দাবি জানান। এমনকি, সম্পর্কে থাকাকালীন তাঁদের যা খরচ হয়েছে সেগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে তালিকাটি প্রস্তত করেন তিনি।

এদিকে, ঘটনাটি শুনে খুব হাস্যকর মনে হলেও ওই ব্যক্তি সত্যিই এটি করেছেন। এমনকি, তাঁর এই খরচ সম্পর্কিত হিসেবের তালিকাটি চিনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এবং এটি দেখে রীতিমতো শোরগোল পরে গিয়েছে। শুধু তাই নয়, ওই হিসেবের তালিকায় জলের বোতল থেকে শুরু করে চিপস সহ অন্যান্য খাবারের হিসেবও উপস্থাপিত করা হয়েছে। আর এই ঘটনাতেই চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।

মোট ৩ পৃষ্ঠার খরচের তালিকা:
এই প্রসঙ্গে চিনা গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে সাংহাইতে। সেখানকার একজন ব্যক্তির ব্রেকআপ হয়ে যাওয়ার পরেই তিনি তাঁর প্রেমিকার উদ্দেশ্যে একটি ৩ পৃষ্ঠার কম্পিউটারাইজড হিসেবের তালিকা প্রস্তুত করেন। যেখানে প্রতিদিনের খরচের প্রসঙ্গ লেখা ছিল। পাশাপাশি, তাঁদের মধ্যে এক বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

Girlfriend,Ex Girlfriend,BoyFriend,breakup,Break Up Bill,pay,Demand,international,shanghai,China,Viral,Social Media,Lakh,Indian Rupee

জল এবং চিপসের দামও লেখা রয়েছে:
এদিকে, ওই ব্যক্তির তৈরি করা তালিকায় ছোটখাটো খরচও লেখা হয়েছে। এমনকি, ২ টি জলের বোতল এবং চিপস সংক্রান্ত ব্যয়ও সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। শুধু তাই নয়, তাঁদের রাতের খাবার ও দুপুরের খাবারের খরচ অর্ধেক করা হয়েছে। পাশাপাশি, প্রেমিকার মা অসুস্থ থাকাকালীন তাঁকে হাসপাতালে ভর্তির খরচ এবং তাঁর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেওয়া খরচও ওই তালিকায় উল্লেখ করা হয়েছে। এদিকে, এই পুরো পরিমান গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৬০,১৪৭,০২৫ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকায়। এমতাবস্থায়, ওই ব্যক্তি তাঁর প্রেমিকার কাছ থেকে এই টাকা আদৌ পেয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি। যদিও, এই ঘটনায় ওই ব্যক্তির স্মৃতিশক্তির প্রশংসা করেছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর