ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কাটিয়ে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব। একের পর এক দেশে লকডাউন উঠে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই বছর টিটোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেছিল আইসিসি। কিন্তু এই বৈঠকেও কোন সঠিক পথ খুঁজে বের করতে পারল না আইসিসির ক্রিকেট কমিটি। এখনো পর্যন্ত ঝুলে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ, আর সেই কারণে ঝুলে রয়েছে আইপিএলও।

   

এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এই বছর অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নাকি হবে না? সেই সাথে আইসিসির ক্রিকেট ক্যালেন্ডার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অপরদিকে আইসিসির চেয়ারম্যান পদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এই বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করার পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠান করার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে এখন ক্রিকেটের থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে ক্রিকেটার এবং ক্রিকেট কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা। আর সেই কারণে প্রতিনিয়ত করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর