কোয়ারেন্টিন কাটিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পড়ল ক্যারিবিয়ানরা।

করোনা ভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ অপেক্ষার পর এবার করোনা পরবর্তী সময়ে 22 গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী 8 ই জুলাই ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে বাইশ গজে ফিরতে চলছে আন্তর্জাতিক ক্রিকেট।

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল গত 9 ই জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে পৌছে যায় ম্যানচেস্টারে। ইংল্যান্ডে পৌঁছনোর সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী সফরকারী দলের প্রত্যেক সদস্য চলে যায় কোয়ারেন্টিনে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রত্যেক সদস্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের একটি হোটেল কোয়ারেন্টিনে থাকে। মঙ্গলবারই সরকারি নিয়ম মেনে জেসন হোল্ডারদের কোয়ারেন্টিন শেষ হয়। তারপরই অনুশীলন শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমনকি তারা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলছেন।

একনজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের সূচী:
প্রথম টেস্ট:- 8 থেকে 12 ই জুলাই, হ্যাম্পশায়ারে
দ্বিতীয় টেস্ট:- 16 থেকে 20 ই জুলাই, ওল্ড ট্রাফোর্ডে
তৃতীয় টেস্ট:- 24 থেকে 28 শে জুলাই, ওল্ড ট্রাফোর্ডে।
সবকটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর