আইপিএল জিতে আমফান বিধ্বস্ত কলকাতার ক্ষতে প্রলেপ দিতে চান অধিনায়ক দীনেশ কার্তিক।

এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই মহামারীর হাত থেকে কবে বিশ্ব রক্ষা পাবে সেটা কারুরই জানা নেই। এমন পরিস্থিতিতে এই বছর আইপিএল হওয়া নিয়ে অনিশ্চিতয়া দেখা দিয়েছে। করোনা মহামারীর মধ্যেই কলকাতা শহরে এসে পড়েছে আমফান ঘূর্ণিঝড়। সেই কারণেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক চান আইপিএল অনুষ্ঠিত হলে আইপিএল জিতে কলকাতা শহরের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে।

একদিকে মহামারি করোনা অপরদিকে আমফান, এই জোড়া ধাক্কায় বিধ্বস্ত বাংলা। এমন পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে এসেছে দুর্গতদের সাহায্য করতে। মীর ফাউন্ডেশনের সাথে হাতে হাত মিলিয়ে কেকেআর উদ্যোগী হয়েছে আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে। এছাড়াও বাংলার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডেও অর্থ সাহায্য করেছে কলকাতা নাইট রাইডার্স।

এইদিন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, “কলকাতা শহর আমাদের দ্বিতীয় হোম। করোনা এবং আমফানের জন্য এই মুহূর্তে কলকাতা শহর একেবারে বিধ্বস্ত। তাই এই বছর যদি আইপিএল অনুষ্ঠিত হয় তাহলে আইপিএল জিতে কলকাতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করবো।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর