বেসরকারিকরণে আরও এক ধাপ এগোল কেন্দ্র! 150 ট্রেন ও পঞ্চাশটি স্টেশনকে বেসরকারিকরণের সিদ্ধান্ত রেলের

বাংলা হান্ট ডেস্ক : দেশের প্রথম বেসরকারি ট্রেন হিসেবে তেজস যাত্রা শুরু করেছে ইতিমধ্যেই৷ 4 অক্টোবর থেকেই দিল্লি ও লখনউ রুটে তেজস এক্সপ্রেস যাতায়াত শুরু হয়েছে৷ মোদী সরকারের দ্বিতীয় জমানায় ভারতীয় রেলকে বেসরকারি করণের এটি প্রথম ধাপ ছিল তবে এ বার আরও এক ধাপ এগোল ভারতীয় রেল৷ তেজসের পর আরও দেড়শটি ট্রেন এবং পঞ্চাশটি স্টেশন বেসরকারিকরণের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷

নীতি আয়োগের সঙ্গে বৈঠকের পর রেল মন্ত্রককে চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত৷ প্রথমবার মোদী জমানাতেই রেল এবং বিমানবন্দরকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চেয়েছিলেন, রেলের আর্থিক আয় এবং পরিকাঠামো ব্যবস্থা উন্নয়নের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷

   

তাই প্রাথমিক ভাবে তেজস এক্সপ্রেস কে আইআরসিটিসির হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু দেশের ছোট বিমানবন্দর বেসরকারিকরণ করার ফলে যে ভাবে সুফল মিলেছে তার জন্যই আরও এক ধাপ এগিয়ে গিয়ে দেড়শটি ট্রেন চালানোর ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য ভারতের প্রথম বেসরকারি ট্রেন তেজস এক্সপ্রেস উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

সেই ট্রেনে যাত্রীরা একাধিক সুবিধা পাবেন, জীবন বিমা থেকে শুরু করে ট্রেন দেরিতে আসলে ক্ষতিপূরণ এ ছাড়াও বিমানের মতো হাই ফাই পরিষেবাও পাবেন তেজস এক্সপ্রেসের মাধ্যমে৷ যাত্রীদের বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে তেজস এক্সপ্রেস কে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজিয়েছে আইআরসিটিসি৷

সম্পর্কিত খবর