আবারও গেরুয়া শিবিরে ধাক্কা! ছিনিয়ে নেওয়া পঞ্চায়েত দখলে এল শাসক শিবিরের

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের সূচনা পর্ব থেকেই রাজ্যে গেরুয়া বাহিনী যে ভাবে থাবা বসিয়েছে তাতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছিল শাসক শিবিরের কপালে। তার উপরে আবার নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ক্রমশই আগ্রাসী নীতি পালন করে চলছিল এবং একের পর এক পুরসভা থেকে পঞ্চায়েত দখলে এনেছিল গেরুয়া বাহিনী।624712 623878 mukul roy mamata

যদিও নির্বাচন পরবর্তীকালে সেই সমস্ত হারিয়ে যাওয়া পুরসভা এবং পঞ্চায়েত আস্তে আস্তে তৃণমূলের দখলে আসতে শুরু করেছে। কখনও জগদ্দল থেকে কখনও হালিশহর নৈহাটি, আবার কখনও নদিয়া জেলা বা অন্যত্র। বিজেপির চালে পাল্টা চাল দিয়ে শাসক দল আস্তে আস্তে বিজেপির হাত থেকে পঞ্চায়েত গুলি ছিনিয়ে নিচ্ছে।

এ বার তৃণমূলের হাত থেকে চলে যাওয়া নিশি গঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত আবারও তৃণমূলের দখলে এল। জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এগারো জন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ার ফলে সেটি বিজেপির অধীনে চলে যায় কিন্তু সোমবার রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাদের উপস্থিতিতে প্রধান সহ ওই এগারো জন সদস্য আবারও তৃণমূলে যোগ দেয় আর এতে হারানো পঞ্চায়েত ফিরে পেল রাজ্যের শাসক শিবির।

এ দিন পঞ্চায়েত ফিরে পাওয়ার পর কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন মানুষ এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশেই রয়েছে।

সম্পর্কিত খবর