‘অগ্নিপথ বিজেপির বড়ো দুর্নীতি, বিজেপির লোকদের আমি কেন চাকরি দেবো?’ অগ্নিপথ ইস্যুতে বিস্ফোরক মমতা।

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই অগ্নিপথ প্রকল্প নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একবার অগ্নিপথ নিয়ে তিনি কাঠগড়ায় তুললেন বিজেপিকে। তিনি কটাক্ষ করে বলেন ‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেশের মানুষকে ললিপপ দেখাচ্ছে বিজেপি।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আশংকা প্রকাশ করে বলেন, ‘ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার।’ তাই তাঁর আরজি, মানুষ যেন বিজেপির ফাঁদে পা না দেয়।

   

মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কর্মসংস্থান থেকে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গেলেন তিনি। তাঁর অভিযোগ, ‘৪ বছর চাকরি দেয়নি ওরা। আর এবারও সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন।

সেনাকে সামনে রেখে চালাকির খেলা খেলছে বিজেপি সরকার।’ মমতা দাবি করেন, ‘অগ্নিপথ প্রকল্পে প্রত্যেক রাজ্যে পিছু মাত্র কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবে। তাও মাত্র ৪ বছরের জন্য।’ এরপর সেই ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফে এমন নির্দেশিকাই দেওয়া হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

এদিনের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। কেন্দ্রে ওদের তথ্য আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশ্ন, ‘চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই পরিষ্কার করতে হবে।’ মুখ্যমন্ত্রী আরও জানান, ‘বাংলায় যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হবে।’

এদিন আবারও একবার অগ্নিবীরদের ৬০ বছর পর্যন্ত চাকরির দাবিতে সোচ্চার হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘৪ বছরের চাকরিতে জীবন কারুর জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলা বন্ধ করুন। এটা বিজেপির একটা বড় দুর্নীতি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর