আমেদাবাদে লাগু নতুন নিয়ম: পরতে হবে মাস্ক নাহলে ৫০০০ টাকা ফাইন ও ৩ বছরের জেল

করোনা ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে আহমেদাবাদ এবার কড়া পদক্ষেপ নিয়েছে। আহমেদাবাদ প্রশাসন আগামীকাল সোমবার ভোর ৬ টা থেকে নিয়ম চালু করবে। আহমেদাবাদ প্রশাসন বলেছে মাস্ক পড়ে না বেরোলে ৫, ০০০ হাজার টাকার জরিমানা দিতে হবে।

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দো লক্ষ্য । মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। অনেক মানুষ এখন বিনা কারণে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে এতে বাড়ছে রোগ সংক্রমণ। ভারতের প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।

corona 3 2

আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেন। এটা বাড়িয়ে তিরিশে এপ্রিল পর্যন্ত কড়া হয়েছে।মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।

আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।

সম্পর্কিত খবর