NRS কান্ডের প্রতিবাদ! দেশজুড়ে বিঘ্নিত পরিষেবা, অসুবিধায় বহু রোগী

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পাশাপাশি ডাক্তারদের আন্দোলন ছড়িয়ে পড়ল দেশজুড়ে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছে সকলে, শুক্রবার দিল্লি, মুম্বই-সহ অন্যান্য রাজ্যে পালিত হচ্ছে ‘প্রতিবাদ দিবস’। আউটডোরও বন্ধ রাখা হয়েছে। IMA-র ডাক্তাররা দেশজুড়ে প্রতিবাদ জানাচ্ছেন কালো ব্যাজ পরে।

দিল্লির AIIMS ও সফদরজং হাসপাতালে প্রতিবাদ জানাতে শুক্রবার বিঘ্নিত আউটডোর পরিষেবা। শুধু জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে। রোগীর পরিবারদের পড়তে হচ্ছে সমস্যায়, এক রোগীর আত্মীয় জানিয়েছেন, ‘আজ মায়ের ডায়ালিসিস হওয়ার কথা ছিল, অন্য কোথাও করে নিতে বলা হল আমাদের।’ AIIMS পাটনা ও রায়পুরও সমিল হয়েছে আন্দোলনে।

   

d1997 16bhraiimsইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) হেডকোয়ার্টার্স ও বিভিন্ন রাজ্যের শাখাগুলি ও অন্ধ্রপ্রদেশের জুনিয়র ডাক্তারদের সংগঠন প্রতিবাদে সামিল হয়েছেন কালো ব্যাজ পরে। তাঁরা এই দিনটিকে পালন করছেন কালো দিবস হিসেবে। এছাড়াও ডাক্তাররা প্রতিবাদ মিছিল করেছেন হায়দরাবাদেও।

সম্পর্কিত খবর