বেঁচে যেতেন এবারেও, চিকিৎসকদের ইগোর লড়াইয়ে বলি হন ঐন্দ্রিলা! বিষ্ফোরক অভিযোগ মা শিখা শর্মার

বাংলাহান্ট ডেস্ক: সমস্ত মায়া কাটিয়ে তিনি চলে গিয়েছেন। কিন্তু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) এখনো ভুলতে পারেনি কেউ। চিরদিনের মতো দূরে চলে গিয়েও সবার মনেই রয়ে গিয়েছেন তিনি। তাঁকে নিয়ে চর্চাও বন্ধ হয়নি। গত ২০ নভেম্বর হাওড়ার এক হাসপাতালে মৃত‍্যু হয় ঐন্দ্রিলার। দীর্ঘ ২০ দিন ধরে অমানুষিক লড়াইয়ের পর শেষমেষ হাল ছেড়ে দেন তিনি। এবার মেয়ের মৃত‍্যু নিয়ে এক চাঞ্চল‍্যকর মন্তব‍্য করলেন মা শিখা শর্মা।

   

ঐন্দ্রিলাকে সম্মান জানিয়ে তাঁর স্মরণে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জাতীয় বিমা কর্মীদের তরফে। সেখানে উপস্থিত হয়ে প্রয়াত অভিনেত্রীর মা বিষ্ফোরক অভিযোগ আনেন হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, এক দুজন চিকিৎসকের ইগোর লড়াইয়ের জন‍্য হারাতে হয়েছে ঐন্দ্রিলাকে।


তিনি বলেন, হাসপাতালের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। খুব ভাল চিকিৎসা হচ্ছিল, যিনি অস্ত্রোপচার করান তিনিও খুব ভাল ছিলেন। কিন্তু কয়েকজন চিকিৎসকের ইগোর লড়াই ঐন্দ্রিলার এই পরিণতি করল বলে অভিযোগ করেন শিখা শর্মা।

প্রয়াত অভিনেত্রীর মা বলেন, অনেকটা সময় নিয়ে এমআরআই করা হয়েছিল ঐন্দ্রিলার। রিপোর্ট ভাল এলেও অভিনেত্রীর ওই শারীরিক পরিস্থিতিতে সেটা একেবারেই ঠিক হয়নি। ঐন্দ্রিলার মা নিজেও একজন নার্সিং স্টাফ। বাবা, দিদি দুজনেই চিকিৎসক। শিখা শর্মা বলেন, ঐন্দ্রিলার ফুসফুস এবং কিডনি একদম ভাল ছিল। হৃদরোগে আক্রান্ত হলেও সুস্থ করা যেত। কিন্তু এক দুজন চিকিৎসকের ইগো ফিরতে দিল না ঐন্দ্রিলাকে।

প্রসঙ্গত, ঐন্দ্রিলা শর্মা অভিনীত ‘জিয়নকাঠি’ সিরিয়ালটি আবারো সম্প্রচারিত হবে সংশ্লিষ্ট চ‍্যানেলে। গত বছর ১৮ এপ্রিল সিরিয়ালটির শেষ পর্ব সম্প্রচারিত হয়। দ্বিতীয় বার ক‍্যানসারের চিকিৎসা চলাকালীনই সিরিয়ালের শুট শেষ করেছিলেন ঐন্দ্রিলা। আগামী ৫ ডিসেম্বর থেকে আবারো সান বাংলায় বিকেল সাড়ে ৫ টা নাগাদ সম্প্রচারিত হবে জিয়নকাঠি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর