COVIED-19 এর মোকাবিলা করতে এবার ভারতের দুই বাঙালি গবেষকের আবিষ্কার এয়ারলেন্স মাইনাস করোনা

বাংলাহান্ট ডেস্কঃ বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের (corona virus) বিস্তার প্রতিরোধে অভিনব এক যন্ত্র আবিষ্কারের দাবি করেছেন ভারতের দুই বাঙালি গবেষক (Two Bengali researchers from India)। দেখতে অনেকটা কিম্ভূতকিমাকার রোবটের মতো হলেও এই যন্ত্রটি করোনার বিস্তার ঠেকাতে দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। আইআইটি খড়্গপুরের ডা. দেবায়ন সাহা এবং এইমসের শশী রঞ্জন এই যন্ত্রটি তৈরি করেছেন। নাম দিয়েছেন এয়ারলেন্স মাইনাস করোনা (Airlens Minus Corona)।

   

দেবায়ন ও শশী (Devaayan and Shashi) জানান, যন্ত্রটিতে থাকবে আয়নযুক্ত পানি, যা ফোঁটায় ফোঁটায় বেরিয়ে বাতাসকে পরিষ্কার করে তুলবে। এই পানির সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন অকার্যকর হয়ে পড়বে। ফলে করোনার বিস্তার আর ঘটবে না। এই পরিস্থিতিতে অভাবনীয় এক আবিষ্কারের খোঁজ দিলেন ভারতের কয়েকজন গবেষক। যাঁদের মধ্যে রয়েছেন খড়গপুর আইআইটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক দেবায়ন সাহা। করোনাভাইরাসকে মারতে তাঁরা আবিষ্কার করেছেন ‘Airlens Minus Corona’ (এয়ারলেন্স মাইনাস করোনা) নামে একটি যন্ত্র।তাদের মতে, বাজার-ঘাট, বাসস্ট্যান্ড কিংবা হাসপাতালের মতো জায়গাগুলোতে যেখানে মানুষের ভিড় বেশি হয়, সেখানে বেশ উপকারী হতে পারে এয়ারলেন্স মাইনাস করোনা যন্ত্রটি। প্রসঙ্গত, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারও একইভাবে ভাইরাসকে অকেজো করার ক্ষমতা রাখে। তাহলে এই আবিষ্কারের গুরুত্ব কোথায়?

দুই গবেষকের দাবি, নিজের হাত বা ঘর পরিষ্কারের জন্য স্যানিটাইজার অবশ্যই কার্যকরী। তবে একটা বড় এলাকা পরিষ্কার করতে, অর্থাৎ করোনামুক্ত করতে এই যন্ত্র বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস তাদের।

সম্পর্কিত খবর