AIRTEL-র গ্রাহক হলেই চার লক্ষ টাকা পাওয়ার সুযোগ, জানুন কীভাবে

বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় জিও বিপ্লব ঘটানোর পর থেকেই নানা রকম চমক দিতে শুরু করেছে বিভিন্ন সংস্থাই। পিছিয়ে নেই এয়ারটেলও (Airtel)। তাদের ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করলে আপনি শুধু ফ্রি কল, ফ্রি এসএমএস এবং ইন্টারনেট পরিষেবা পাবেন তাই নয়, পেয়ে যাবেন ডিজনি + হটস্টারের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশনও। আজ ফের একবার আলোচনা করব এয়ারটেলের একটি দুর্দান্ত অফারের কথা।

বিশেষত এই করোনা কালে জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং দুর্ঘটনা বীমা প্রয়োজন কতখানি আরও বেশি করে সকলের সামনে এসেছে। এবার এক দুর্দান্ত সুবিধা নিয়ে এলো এয়ারটেল। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন এবং ২৭৯ টাকা কিম্বা ১৭৯ টাকা রিচার্জ প্ল্যান ব্যবহার করেন, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন টার্ম লাইফ ইনসিওরেন্সের সুবিধা যার কভারেজ চার লক্ষ টাকা। অবশ্য ১৭৯ টাকার প্লান রিচার্জ করালে সেক্ষেত্রে কাভারেজ দেওয়া হবে দু লক্ষ টাকা।

তবে এ ক্ষেত্রে কয়েকটি জরুরী শর্ত রয়েছে আসুন সেগুলো একবার চোখ বুলিয়ে নেয়া যাকঃ

★ মনে রাখবেন বেনিফিট শুধুমাত্র সিম হোল্ডারই পাবেন। এক্ষেত্রে নাম পরিবর্তন করা যাবে না।

★ এয়ারটেলের ২৭৯ বা ১৭৯ দুটি প্ল্যানেরই বৈধতা ২৮ দিন।

★ ২৭৯ টাকার প্ল্যানে ইনসিওরেন্স কভারেজ ছাড়াও আপনি পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

★ ১৭৯ টাকার প্ল্যানে ইনসিওরেন্স কভারেজ ছাড়াও আপনি পাবেন প্রতিদিন ২ জিবি ডেটা, ৩০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। তবে মনে রাখবেন এই প্ল্যানের ক্ষেত্রে ইনসিওরেন্স কাভারেজের পরিমাণ দু লক্ষ টাকা।

Airtel

★ ইনসিওরেন্স কভারেজের আওতায় আসতে গেলে শিমুলটালি বয়স অবশ্যই ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে হতে হবে। তবেই আপনাকে এই কভারেজ প্রদান করবে ভারতী এক্সা লাইফ (Bharti Axa Life)।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর