গৃহবন্দি অবস্থায় প্রয়োজন আরো ডেটা, এয়ারটেল নিয়ে এল এই চমকপ্রদ প্ল্যান

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে। আমেরিকা, ইতালির মত প্রথম সারির দেশে মৃত্যু মিছিল বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশের বেশিরভাগ রাজ্যেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বন্ধ হয়েছে অফিসও, কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

819339 airtel 030119

তাই এই মুহূর্তে প্রত্যেকেরই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি ডেটা খরচ হচ্ছে।আপনি যদি নিজের ডেটা প্ল্যানে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এয়ারটেলের পক্ষ থেকে দারুন উপহার।

এয়ারটেল একটি নতুন প্ল্যান এনেছে। সংস্থার নতুন অ্যাড-অন প্ল্যানটির দাম 100 টাকা, এতে গ্রাহকরা 15 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এছাড়া সংস্থার আরো একটি প্ল্যান রয়েছে যার দাম দাম 200 টাকা, যাতে গ্রাহকদের অতিরিক্ত 35 জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়াও, এয়ারটেলের 298 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়। বৈধতা 28 দিন।

এয়ারটেলের 399 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 3 জিবি করে ডাটা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় আমাজন প্রাইম এর সদস্যপদ।যার বৈধতা 56 দিন পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়

এয়ারটেলের 449 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।বৈধতা 56 দিন।

449 টাকার মত 498 টাকার প্ল্যানেও প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।কিন্তু এই প্ল্যানের বৈধতা 84 দিন

 

সম্পর্কিত খবর