মোবাইল ডেটা, ডিটিএইচ পরিষেবা, স্ট্রিমিং পরিষেবা এবং ব্রডব্যান্ডকে একই প্ল্যানের আওতায় আনতে চলেছে এয়ারটেল

বাংলাহান্ট ডেস্কঃ দেশের বাজারে প্রিপেড প্লানে জিও এর সাথে টেক্কা দিয়ে পারছে না অন্যান্য টেলিকম সংস্থাগুলি। সূচনালগ্ন থেকেই নিত্য নতুন অফারে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও। প্রিপেডে এগিয়ে থাকলেও জিওকে পোস্টপেড প্ল্যানে ভোডাফোন এয়ারটেল প্রতিযোগিতা জিওকে থেকে প্রায় বার করেই দিয়েছে।বাজারে জিও এর সাথে পাল্লা দিতে একটি নতুন ও অভিনব প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।

819339 airtel 030119

টেলিকম সংস্থাটি মোবাইল ডেটা, ডিটিএইচ পরিষেবা, স্ট্রিমিং পরিষেবা এবং ব্রডব্যান্ডকে একই প্ল্যানের আওতায় আনতে চলেছে। যার নাম হতে চলেছে ওয়ান এয়ারটেল।  জানা যাচ্ছে ওয়ান এয়ারটেলের এই প্ল্যানটি ১০০০ টাকা, ১৫০০ টাকা ও ২০০০ টাকার হবে।

  • ১০০০ টাকার  প্ল্যানে 75GB মোবাইল ডেটা, ডিটিএইচ এবং স্ট্রিমিং পরিষেবাগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস সরবরাহ করা যাবে বলে মনে করা হচ্ছে। যদিও পাওয়া যাবে না ব্রডব্যান্ড ডেটা ।
  • ১৫০০ টাকার  প্ল্যানে 500 গিগাবাইট ব্রডব্যান্ড ডেটা, ডিটিএইচ অ্যাক্সেস এবং ফ্রি স্ট্রিমিং পরিষেবাদির পাশাপাশি 125 জিবি মোবাইল ডেটা উপলব্ধ রয়েছে।
  • ২০০০ টাকার  প্ল্যানের বিষয়ে এখনও বিশদে তেমন কোনো তথ্য জানা যায় নি তবে কিছু অনন্য সুবিধা রয়েছে যা অফিশিয়াল লঞ্চের সময় ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

ওয়ান এয়ারটেলের একটি প্ল্যান আগামী 25 মার্চ থেকে চালু হবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাগুলি এয়ারটেলের ব্রডব্যান্ড পরিষেবা, মোবাইল সংযোগ এবং ডিটিএইচ ব্যবহার করছে এমন ব্যবহারকারীদের উপকৃত হবে। এখনও সংস্থা থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই প্ল্যানগুলি রিলায়েন্স জিওর বাস্তুতন্ত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যা জিও গিগা ফাইবার এবং জিও টিভিও সরবরাহ করবে।

সম্পর্কিত খবর