fbpx
খেলাটাইমলাইন

প্রথম ভারতীয় মহিলা বাইকার হিসেবে বিশ্ব খেতাব জিতলেন ঐশ্বর্য।

 

 

বাংলা হান্ট ডেস্ক: ভারতের মতন তৃতীয় বিশ্বের দেশে লেডি বাইকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যাত্রাটা সহজ নয়। কেরিয়ারের শুরু তে সমাজের লোকের চোখরাঙানি তাকে দমিয়ে দেয়নি।নিজের স্বপ্নের অপর বিশ্বাস রেখে এগিয়ে গিয়ে  মোটরস্পোর্টসে এবার বিশ্ব খেতাব জিতলেন সেই ঐশ্বর্য পিসে।তিনি ভারতের প্রথম মহিলা বাইকার হিসাবে হাঙ্গেরিতে অনুষ্ঠিত বাজাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন । উইমেন্স ক্যাটেগরিতে প্রতিযোগিতার চারটি রাউন্ডের দুটিতে লিড দিয়েছেন বছর ২৩ এর ঐশ্বর্য।

 

অথচ একটা সময় বড়সড় চোট পেয়েছিলেন তিনি। এমনই কেরিয়ার শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেখান থেকে ফিরে এসে আবারও ঘুরে দাঁড়িয়েছে এই ভারতীয় কন্যা। ঐশ্বর্য বলছিলেন, ”মোটর স্পোর্টসে দেশের নাম উজ্জ্বল করাটা আমার কাছে গর্বের। প্রথম ভারতীয় মহিলা বাইকার হিসাবে এই মাইলস্টোন ছুঁতে পেরে আমি গর্বিত।”

 

বিশ্বের দরবারে নিজেকে প্রমাণ করে ঐশ্বর্য বললেন, ”গত বছরটা ভাল যায়নি। স্পেনে ক্র্যাশ করেছিলাম। সেখান থেকে ফিরে এসে এই খেতাব জয় আমার কাছে যুদ্ধ জয়ের মতো। দারুন অনুভূতি হচ্ছে।”

 

এই ভারতীয় কন্যা আবারও প্রমাণ করলো যে নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখলে সবই সম্ভব হয়ে ওঠে।

 

Leave a Reply

Close
Close