আচমকাই সভায় ঢুকে পড়ল একদল দুষ্কৃতী! খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ঐশী ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ পেতেই একে একে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সব দফার প্রার্থীগন। শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি একে ওপরকে একাধিক দুর্নীতির অভিযোগে আক্রমণ শানিয়ে চলেছে। থেমে নেই সংযুক্ত মোর্চার শরিক দল বাম নেতৃত্বরাও। সেই মত মঙ্গলবার রাতে জামুড়িয়ার নিউ সাটগ্রাম এলাকায় নির্বাচনী সভা ছিল ঐশী ঘোষের (Aishe Ghosh)। সেখানেই ঘটল বিপত্তি।

জানা গিয়েছে, মঙ্গলবার  রাতে  জামুড়িয়ার নিউ সাতগ্রাম এলাকায় ঐশী ঘোষের সভা চলাকালীন একদল বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতী অকস্মাৎ সভার মধ্যে ঢুকে হট্টগোল পাকাতে থাকে। অভিযোগ ঝান্ডা হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল তারা। এমনকি ঐশীর নাম নিয়েও দিতে থাকে স্লোগান। তবে বাম (CPIM) নেতা-কর্মীরা তাতে বিচলিত না হয়ে সভা এগিয়ে নিয়ে চলে, তার কিছুক্ষন বাদেই ওই ‘দুষ্কৃতীরা’ সভাস্থল ছাড়ে।

Aishe Ghosh Interview: Ever since the BJP came to power, they have attacked educaiton in JNU | News- Edexlive

এর পরই বাম শিবিরের তরফে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়। বাম শিবিরের বক্তব্য ‘অনুমতি নিয়েই সভা করা হয়েছে’। তারপর এহেন ঘটনা ঘটার সময় কমিশন এবং পুলিশ কর্মী থাকলেও তাঁরা এগিয়ে আসেননি বলে অভিযোগ করা হয়। তারপরই বাম শিবিরের বিস্ফোরক অভিযোগ,’ঐশী ঘোষকে প্রাণে মারতে চাইছে গেরুয়া শিবির। তাই ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে ইসি-র (Election Commission) কাছে।’

অন্যদিকে ঘটনায় ঐশী ঘোষ নিজে একটি সংবাদমাধ্যমকে জানায়, ‘আমরা মিটিং করার সময় বেশ কয়েকজন ঢুকে যায়, তাঁরা হলে আমরা পাকিস্তানের এজেন্ট। তবে এটি প্রথমবার নয় এর আগেও হুমকি দেওয়া হয়েছে দেখা নেব বলে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্পর্কিত খবর