খান কিংবা বচ্চন নয়, এই পরিবারের বৌমা হতেন ঐশ্বর্য, জানুন সত্যিটা

ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বিচ্ছনের বিচ্ছেদ জল্পনা নিয়ে চলছে জলঘোলা। বর্তমানে পাড়ার মোড়ের হট টপিক এটি। বচ্চন পরিবারের অন্দরমহলের কথা জানতে উৎসুক সকলেই। তবে, এই নিয়ে মুখ খোলেননি পরিবারের কেউই। কয়েকদিন আগেই অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত হয়েছিলেন গোটা বিচ্ছন পরিবার। সঙ্গে ছিলেন শ্বেতা ও নভ্যাও। আবার ছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)  ও আরাধ্যাও।

তবে একসঙ্গে দেখা মেলেনি তাঁদের। শুধুমাত্র অভিষেকের সঙ্গেই এক ফ্রেমে বন্দী হতে দেখা গিয়েছে ঐশ্বর্য ও আরাধ্যকে। জানা গিয়েছে, বচ্চন পরিবারের মূল সমস্যা শ্বেতা ও ঐশ্বর্যর মধ্যে। তবে, এই ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাননি পরিবারের কেউই। জানা গিয়েছে, জলসায় থাকেন না ঐশ্বর্য ও তাঁর মেয়ে। দুজনেই থাকেন ঐশ্বর্যর মায়ের বাড়িতে। মাঝে মধ্যে জলসায় আসেন তাঁরা।

   

Aishwarya Rai Bachchan

ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বিচ্ছনের বিচ্ছেদ জল্পনা নিয়ে চলছে জলঘোলা

এই জল্পনার মাঝেই উঠে এল এক ভয়ংকর তথ্য। জানা গিয়েছে ঐশ্বর্য নাকি প্রথমে বচ্চন বাড়ির বউ হতে চাননি। সালমান খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্কের কথা প্রত্যেকেই জানে। সঞ্জয় লীলা বনসালির হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। বেশ কিছু বছর প্রেমের পর সালমানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তবে, তারপরেই অভিষেকের সঙ্গে আলাপ হয়নি তাঁর।

মাঝে কেটেছে বেশ কয়েকটি বছর। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁদের সেই সম্পর্কও টিকেছিল বেশ কিছু বছর। তবে, তারপর বিচ্ছেদ হয়ে যায় এই জুটিরও। তারপরে গুরু ছবির মাধ্যমে আলাপ হয় অভিষেক ও ঐশ্বর্যর। তারপরে প্রেম। আর তারপর বিয়ে। তবে, বর্তমানে তাঁদের সম্পর্ক কোন অবস্থায় রয়েছে টা বলাটা কঠিন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর