দেশ ভাগের পর ভারত শুধু হিন্দুদের হওয়া উচিৎ ছিল! বদরুদ্দিন আজমলের পাল্টা গিরিরাজ সিং

বাংলাহান্ট ডেস্ক : ধর্ম নিয়ে ফের দানা বাঁধছে অশান্তি। ধর্মনিরপেক্ষ এই দেশে ধর্মকে হাতিয়ার করেই স্বার্থান্বেষীরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার ও রাজনীতির অন্দরে থাকা ব্যক্তিদের মত। ফলে, দেশজুড়ে ধর্মকে কেন্দ্র করে সমস্যা বাড়ছে বৈ কমছে না। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্য নিয়ে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, এই সমস্যার সূত্রপাত হয় যখন অসমের নেতা AIUDF সভাপতি বদরুদ্দিন আজমল এক আপত্তিকর মন্তব্য করেন। এখন প্রশ্ন হল ঠিক কী বলেছিলেন AIUDF সভাপতি? তিনি বলেন যে, দেশের হিন্দুদের উচিৎ মুসলিম সম্প্রদায়ের মানুষের মতো কম বয়সে বিয়ে করে নেওয়া। তাহলে তাঁরাও একের বেশী সন্তানের জন্ম দিতে সক্ষম হবেন। এই মন্তব্য শোনার পরেই রীতিমতো ক্রুদ্ধ হন বিজেপির বহু নেতা।

তারপরেই গিরিরাজ বলেন যে, যখন ধর্মের মাধ্যমে দেশ ভাগ হয়, তখন সনাতন হিন্দুদের জন্য কিছু করা হয়নি। সনাতন এইসব হিন্দুদের জন্য কিছু করা হলে, আজ এইসব মুসলিমদের ভারতে থাকতেও হতো না আর তাঁরা এইসব বিরূপ মন্তব্যও করতে পারতেন না। মুসলিমদের কটাক্ষ করা ছাড়াও তিনি চিনের জন্যসংখ্যা নিয়ন্ত্রণের নীতির কথাও তুলে ধরেন। তিনি এই প্রসঙ্গে বলেন যে, ভারতবর্ষেও প্রয়োজন জন্যসংখ্যা নিয়ন্ত্রণ আইন।

AIUDF leader,Giriraj Singh,Hindu,Muslim,Child Birth,Badruddin Ajmal

জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে গিরিরাজ আরও বলেন যে, ভারতে যতদিন জন্ম নিয়ন্ত্রণ আইন প্রচলিত না হচ্ছে, ততদিন এই দেশ উন্নতি করতে পারবে না। পৃথিবীর প্রায় ২০% লোক ভারতের। তারপরেও দেশের উন্নতি নেই। দেশের লোকেরা দেশের আইন মান্য করে না। প্রসঙ্গত উল্লেখ্য, হিন্দুদের সন্তানের জন্মদান প্রসঙ্গে এরকম বিরূপ মন্তব্য করার পর ক্ষমা চেয়ে নিয়েছিলেন বদরুদ্দিন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর