প্রাক বর্ষার জেরে আজ থেকেই বৃষ্টি এই জেলাগুলিতে, উত্তরে জারি কমলা সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক :আপতত বৃষ্টি থামার কোনও ইঙ্গিত নেই রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে চলবে বজ্র-বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার কথা আজই। ফলে প্রাক বর্ষার জেরেই বৃষ্টি চলবে বঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গে কবে ঢুকবে বর্ষা সেদিকেও নজর রাখছেন আবহবিদরা। অশনির প্রভাবে এবার সময়ের আগেই বর্ষা চলে আসতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ২৪.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৮%

আজকের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। হতে পারে মাঝারি বৃষ্টিও। তবে আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। সঙ্গে বইতে পারে প্রায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। আজও এই পরিবেশই বর্তমান থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৫° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
অশনির প্রভাব কাটলেও বৃষ্টি অব্যাহত উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার অবধি অতিভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আগামী ১৭ মে অবধি এই দুই জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। একই সঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়িতেও চলবে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। পাশাপাশি সব কটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ২০ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিছুটা বদলাবে উত্তরবঙ্গের আবহাওয়া। আগামী দিন দুয়েকে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী তিন দিন তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে প্যাচপেচে গরমের সঙ্গেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ১৭ মে মঙ্গলবার সকালের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও। এই জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী ২ দিন। সেই সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। আপতত দক্ষিনবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর