একমাত্র ভারতীয় হিসাবে ফোর্বস ২০২০ সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকায় ষষ্ঠ অক্ষয়, জানুন আয়ের পরিমাণ!

বাংলাহান্ট ডেস্ক: সর্বাধিক আয়ের (highest paid) নিরিখে সারা বিশ্বের ১০ জন অভিনেতার মধ‍্যে স্থান করে নিলেন অক্ষয় কুমার (akshay kumar)। অন‍্যান‍্য বছরের মতো এ বছরও ফোর্বস ২০২০ (forbes) ম‍্যাগাজিনের তরফে প্রকাশিত হয়েছে বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকা। সেই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয়। তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা যিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত ফোর্বস ২০২০ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে ষষ্ঠ স্থান অধিকার করেছেন অক্ষয়। ২০১৯ জুন থেকে ২০২০ জুন পর্যন্ত তাঁর আয়ের পরিমাণ ৪ কোটি ৮৫ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় টাকায় যা দাঁড়ায় ৩৬২ কোটি টাকা। ফোর্বস সূত্রে খবর, অভিনেতার বেশিরভাগ আয়টাই এসেছে বিভিন্ন প্রোডাক্টের প্রচারের থেকে।

Akshay Kumar
তালিকার প্রথম স্থানে রয়েছেন ডোয়েন জনসন ওরফে ‘দ‍্য রক’। তাঁর আয়ের পরিমাণ ৮ কোটি ৭৫ লক্ষ ডলার। নেটফ্লিক্স থেকে ২ কোটি ৩৫ লক্ষ সহ সিনেমা ও তাঁর ব্র‍্যান্ড প্রোজেক্ট থেকেও আয় করেছেন অভিনেতা। গত বছরেও ফোর্বস তালিকার শীর্ষে ছিলেন ডোয়েন জনসন।
৭ কোটি ১৫ লক্ষ মার্কিন ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস। তৃতীয় স্থানে রয়েছেন প্রযোজক তথা অভিনেতা মার্ক ওয়ালবার্গ। তাঁর আয়ের পরিমাণ ৫ কোটি ৮ লক্ষ মার্কিন ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বেন অ্যাফ্লেক ও ভিন ডিজেল।

প্রসঙ্গত, গত বছর ৪৯০ কোটি আয় নিয়ে ফোর্বস তালিকার ৩৩ তম স্থানে ছিলেন তিনি। এই বছর লকডাউনের কারনে আয় বেশ কিছুটা কমলেও অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, লেডি গাগার মতো তাবড় হলিউড তারকাদেরও টপকে গিয়েছেন অক্ষয়। তিন খানের কেউই তাঁর কাছাকাছির মধ‍্যেও নেই।
করোনা ত্রাণেও তারকাদের মধ‍্যে অক্ষয়ই সবার আগে রয়েছেন। তবে সম্প্রতি আমাজন প্রাইমের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতা, যা তাঁকে ফোর্বসের তালিকায় থাকতে যথেষ্ট সাহায‍্য করেছে। উপরন্তু গত বছর অক্ষয়ের প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে মোটা টাকা কামিয়েছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর