কাশ্মীরের ভগ্নপ্রায় স্কুল পুনর্নির্মাণে ১ কোটি অনুদান অক্ষয়ের, ছবি শেয়ার করল বিএসএফ

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (akshay kumar) যে শুধু অভিনয় করেই দর্শকদের মনোরঞ্জন করেন তা নয়, দেশবাসীর যে কোনো সঙ্কটেই তাঁকে এগিয়ে আসতে দেখা যায়। মহামারির সময়ে অক্ষয়ের নিঃস্বার্থ অনুদানের সকলেই জানেন। এবার শিক্ষা ক্ষেত্রেও দানের ঝুলি উপুড় করে দিলেন অভিনেতা। তাঁরই অনুদানের টাকায় নতুন করে তৈরি হচ্ছে কাশ্মীরের একটি স্কুল।

গত ১৭ জুন জম্মু কাশ্মীরে বিএসএফ জওয়ানদের সঙ্গে গোটা একটা দিন কাটাতে দেখা গিয়েছিল অক্ষয়কে। সেদিনের সব ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে গিয়ে কাশ্মীরের তুলেইলে এলাকায় একটি ভগ্নপ্রায় স্কুল বাড়ি নজরে পড়েছিল অক্ষয়ের। সেটি পুনর্নির্মাণের জন‍্য অনুদান দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সেটি।


যেমন কথা তেমন কাজ। স্কুল বাড়িটি নতুন করে তৈরি করার জন‍্য ১ কোটি টাকা অনুদান দেন অক্ষয়। আর এক মাস প‍র ২৭ জুলাই স্কুল বাড়িটির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা হয় বিএসএফের তরফে। অক্ষয়ের বাবা প্রয়াত হরি ওম ভাটিয়ার নামে নামকরণ করা হয়েছে স্কুল বাড়িটির। গোটা ভার্চুয়াল অনুষ্ঠানটার সময় ভিডিও কলে উপস্থিত ছিলেন অক্ষয়।

গত ১৭ জুন জম্মু কাশ্মীরের গুরেজ ভ‍্যালিতে কর্তব‍্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে সময় কাটান অক্ষয়। এদিনের সব অভিজ্ঞতার টুকরো টুকরো মুহূর্তের ছবি সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অভিনেতা।
টুইটার হ‍্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘দেশের সীমান্তরক্ষায় নিয়োজিত বীর বিএসএফ জওয়ানদের সঙ্গে একটা দিন কাটালাম। এখানে আসতে সবসময়ই খুব ভাল লাগে। আসল নায়কদের সঙ্গে দেখা করে, আমার হৃদয় শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে যায়।’

অক্ষয়ের ছবি গুলি দেখেই স্পষ্ট দিনটা অসাধারণ কেটেছে তাঁর। জওয়ানদের সঙ্গে জনপ্রিয় পাঞ্জাবি গানের সঙ্গে ভাংরা নাচতেও দেখা গিয়েছে অভিনেতাকে। জওয়ানদের সঙ্গে ভলিবলও খেলেন অক্ষয়। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে আয়োজিত বিএসএফের একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর