২৫ এর পর এবার আরও তিন কোটি, চিকিৎসক-স্বাস্থ‍্যকর্মীদের জন‍্য বিএমসিকে অনুদান অক্ষয়ের

বাংলাহান্ট ডেস্ক: ফের মানবিকতার নজির গড়লেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ২৫ কোটির পর এবার আরও তিন কোটি টাকা করোনা (coronavirus) মোকাবিলায় আর্থিক সাহায‍্য (donation) করলেন তিনি। বৃহন্মুম্বই মিউনিসিপ‍্যাল কর্পোরেশন বা বিএমসিকে (BMC) এবার আর্থিক অনুদান দিয়ে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষ‍য়।
এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। এবার চিকিৎসক, নার্স ও অন‍্যান‍্য স্বাস্থ‍্যকর্মীদের জন‍্য পিপিই, মাস্ক, করোনা পরীক্ষা করার কিট ও অন‍্যান‍্য অত‍্যাবশ‍্যকীয় জিনিস কেনার জন‍্য বিএমসির হাতে এই টাকা তুলে দিলেন অভিনেতা।


এর আগেই অক্ষয় কুমার ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন‍্য যে ত্রাণ তহবিল শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই এই টাকা দান করছেন অভিনেতা। এর জন‍্য দীর্ঘদিনের সঞ্চিত পুঁজি ভাঙতে হয়েছে তাঁকে। এই পরিমাণ টাকা দেওয়ার প্রসঙ্গে অক্ষয় বলেন, একটা সময় তিনি কপর্দকশূন‍্য ছিলেন। কিন্তু এখন যখন তাঁর সামর্থ‍্য রয়েছে তখন তিনি অসহায়দের পাশে দাঁড়াবেন।
একই রকম ভাবে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন হৃতিক রোশন, সলমন খান, শাহরুখ খান সহ আরও বহু অভিনেতা। অক্ষ পাত্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র পরিবার, বৃদ্ধাশ্রম সহ প্রায় ১.২ লক্ষ মানুষের খাবার যোগান দিচ্ছেন তিনি। মুম্বইয়ের সিনেপাড়ার টেকনিশিয়ানদের পরিবারের দায়িত্ব নিয়েছেন সলমন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর