সিনেমা-বিক্ষোভ নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: গত তিন বছর ধরে সিনেমা বয়কটের মতো সমস‍্যার সম্মুখীন হচ্ছে বলিউড (Bollywood)। অভিনেতা অভিনেত্রীদের পুরনো মন্তব‍্য টেনে এনে ব‍য়কট করা হচ্ছে তাদের ছবি। ব‍্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদেরও। অবশেষে বিষয়টায় হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তার জন‍্যই প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জানালেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

   

আর দুদিন পরেই মুক্তি পাবে ‘পাঠান’। চার বছর পর শাহরুখ খানের কাম‍ব‍্যাকের উন্মাদনা পণ্ড হতে বসেছে বয়কটকারীদের তাণ্ডবে। একের পর এক রাজ‍্যে পাঠান ছবির মুক্তি রদ করে দেওয়ার দাবি উঠেছে। প্রেক্ষাগৃহে স্ক্রিনিং চলার সময়ে তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি। একাধিক বিজেপি নেতামন্ত্রীদেরও মুখ খুলতে দেখা গিয়েছে পাঠানের বিরুদ্ধে।

akshay kumar donation
সম্প্রতি বিষয়টা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, সিনেমা নিয়ে কোনো নেতিবাচক মন্তব‍্য না করতে। বরং দলের সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে ভাবতে।

প্রধানমন্ত্রীর এই মন্তব‍্যকে সাধুবাদ জানিয়েছেন বলিউড সদস‍্যরা। তাদের মধ‍্যে রয়েছেন অক্ষয়ও। মুম্বইতে নিজের আগামী ছবি ‘সেলফি’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে তিনি বলেন, ইতিবাচকতাকে সবসময়ই স্বাগত জানাতে হয়। বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী যখন এমনটা বলছেন। নরেন্দ্র মোদীকে দেশের সবথেকে বড় ‘ইনফ্লুয়েন্সার’ এর তকমা দিয়ে অক্ষয় বলেন, তাঁর কথায় যদি কিছু পরিবর্তন হয় তাহলে তা দারুন ব‍্যাপার হবে।

এরপর কিছুটা অনুযোগের সুরেই অক্ষয় বলেন, তাঁরা কত কষ্ট করে ছবি তৈরি করেন। সেন্সর বোর্ডে গিয়ে অনুমতি নিয়ে আসেন। আর তারপর কেউ কিছু একটা বললেই সব পরিশ্রম ভেস্তে যায়। তবে এবার যেহেতু প্রধানমন্ত্রী নিজে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন, এবার পরিস্থিতি ঠিক হবে বলে আশাবাদী অক্ষয়।

প্রসঙ্গত, বয়কট বলিউডের শিকার হয়েছেন অক্ষয়ও। তাঁর ছবিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। আগামীতে মুক্তির অপেক্ষায় পাঠান। শাহরুখকে যাতে এই অবস্থায় না পড়তে হয়। প্রধানমন্ত্রীর এই সময়েই মুখ খোলাটাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর