
বাংলাহান্ট ডেস্ক: ভাল সময়ের দেখা নেই অক্ষয় কুমারের (Akshay Kumar)। প্রেক্ষাগৃহে সিনেমা চলে না তাঁর। দর্শকরা এক রকম প্রত্যাখ্যানই করেছেন তাঁকে। এমনকি তাঁর ‘দেশভক্তি’র টোটকাও কাজে লাগছে না বিশেষ। উপরন্তু অক্ষয় নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছেন। ভারতের মানচিত্রের উপর দিয়ে জুতো পরে হাঁটায় নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন তিনি।
এক বিমান সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে অক্ষয়কে। ভিডিওতে দেখা যায়, একটি কাল্পনিক গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তিনি। পেরিয়ে যাচ্ছেন একটার পর একটা দেশ। কিন্তু নেটিজেনরা লক্ষ্য করেছেন, জুতো পরে ভারতের মানচিত্রের উপরে পা দিয়েছেন অক্ষয়। সেটা নিয়েই যত বিতর্ক।
নেটিজেনরা রেগে আগুন অক্ষয়য়ের উপরে। একজন লিখেছেন, একটু তো সম্মান করুন ভারতকে। কারোর প্রশ্ন, এসব করে কী প্রমাণ করতে চাইছেন অক্ষয়? নিজের দেশকেই অসম্মান করছেন তিনি। আবার কয়েকজনের কটাক্ষ, এই যদি অক্ষয়ের জায়গায় কোনো খান অভিনেতা থাকতেন তাহলে তো এতক্ষণে বয়কটের ডাক উঠত।
অক্ষয়ের বিরুদ্ধে এর আগেও উঠেছে অভিযোগ। এক পান মশলা সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাহরুখ খান এবং অজয় দেবগণের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনিও। কিন্তু যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে অক্ষয়ের উপরে। আসলে অতীতে তামাক এবং পান মশলা জাতীয় পণ্যের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তিনিই আবার পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোয় রেগে যান নেটিজেনরা।
The Entertainers are all set to bring 100% shuddh desi entertainment to North America. Fasten your seat belts, we’re coming in March! 💥 @qatarairways pic.twitter.com/aoJaCECJce
— Akshay Kumar (@akshaykumar) February 5, 2023
পরে অবশ্য অক্ষয় ক্ষমা চেয়ে নিয়েছিলেন নিজের অনুরাগীদের কাছে। নিজের ভুল স্বীকার করে তিনি বলেছিলেন, এমনটা আর কোনোদিন করবেন না। তবে অক্ষয় বলে দিলেও তাঁর বিজ্ঞাপনটি এখনো পর্যন্ত বন্ধ হয়নি।