কাশ্মীরে জঙ্গি সন্দেহে ধৃত হাওড়ার আমির উদ্দিন! ছেলে সন্ত্রাসবাদী মেনে নিতে পারছে না পরিবার

বাংলাহান্ট ডেস্ক : ষড়যন্ত্রের শিকার সে। পরিকল্পনা করে ফাঁসানো হলো তাকে। এমনই জানালেন জম্মু – কাশ্মীরের (Jammu Kashmir) রামবানে গ্রেফতার আল কায়েদা জঙ্গি আমির উদ্দিনের পরিবারের। ধৃত জঙ্গির মা থেকে পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কাশ্মীরে কাপড়ের ব্যবসা করত সে। জঙ্গিদের সঙ্গে কোনও যোগাযোগ নেই তার। সোমবার জম্মু – কাশ্মীরের রামবান থেকে গ্রেফতার হয় আল কায়েদা (Al Qaeda) জঙ্গি আমির উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয় চিনে তৈরি হওয়া গ্রেনেড।

কিন্তু, হাওড়ার সাঁকরাইল ব্লকের মাসিলা পাঠানপাড়ার বাসিন্দা আমির উদ্দিন আল কায়েদা জঙ্গি একথা কিছুতেই মানতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। তার পরিবার জানায়, পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে আমিরুদ্দিন চতুর্থ সন্তান। মাদ্রাসায় পড়াশুনো করেছে সে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ানো ছাড়াও দর্জির কাজও করত। ধীরে ধীরে বড় হয় ব্যবসা। কাপড় বিক্রি করতে কাশ্মীরে চলে যায়। সেখানেই বিয়ে করে সংসার পাতে। পুজো – পরবে মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে ফিরত সে। সময় কাটাত পরিবারের সঙ্গে।

   

আমির উদ্দিনের মা আনোয়ারা বেগম বলেন, এত বড় একটা অভিযোগ তো দিয়ে দিলেই হবে না। তদন্ত করে প্রমাণ করতে হবে। আমার ছেলে এই ধরণের সংগঠনের সঙ্গে যুক্ত এটা আমার বিশ্বাস হচ্ছে না। পরিবারের অপর সদস্য জাহিরা বেগম জানান, চার বছরের বেশি সময় ধরে সে জম্মু কাশ্মীরে রয়েছে। প্রতিদিন পরিবারের সঙ্গে তাঁর কথা হতো ফোনে। ওখানেই তিনি একটি মাদ্রাসাতে পড়াতও সে। বিয়ে করে কাশ্মীরেরই বাসিন্দা এক মহিলাকে। যে কোনো পরবে সাঁকরাইলে নিজের বাড়িতে আসত। ছয় মাস আগে বখরি ইদের সময়ও এসে এক মাস মতো ছিল। তিনি দাবি করেন, আমির উদ্দিন কেমন ছেলে সেটা এলাকার বাসিন্দাদের থেকে জিজ্ঞাসা করুন।

আমিরের দাদা আলমগির খানের দাবি, তাঁর ভাইকে ফাঁসানো হয়েছে। সে কোনও ভাবেই এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। ঘটনার কথা মঙ্গলবার সকালেই তিনি জেনেছেন। ভাইয়ের মোবাইল ফোনে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাশ্মীরে তাঁদের কেউ সেভাবে জানাশোনাও নেই, যার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত বিবরণ পাবেন। তিনি জানান, আমিরুদ্দিনের স্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হতো না। পাশাপাশি তাঁর ভাইয়ের সঙ্গেও কাজের কথা ছাড়া অন্য কোনও বিষয়ে বিশেষ কথা হতো না। কিন্তু ভাই জঙ্গি সংগঠনের সদস্য তা মানতে পারছেন না দাদাও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর