কলকাতায় পা গোয়ার আরও এক বিধায়কের, তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার রাতেই কলকাতায় এসেছেন গোয়া বিধানসভার এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল (Alema Churchill)। কলকাতায় পা রাখতেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার তাঁর কালীঘাটের বাড়িতে দেখা করতে যেতে পারেন আলেমাও চার্চিল।

   

তবে তৃণমূলের সঙ্গে আলেমাও এর যোগাযোগ এই প্রথম নয়। এর আগেও একবার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলেমাও চার্চিল। এমনকি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। তবে সেই সময় মাত্র ২.৯১ শতাংশ ভোট পেয়ে জমানত খোয়ানোর পর, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত‍্যাগ করে শরদ পওয়ারের এনসিপি-তে নাম লেখান তিনি।

বর্তমান সময়ে গোয়া বিধানসভায় এনসিপির একমাত্র বিধায়ক তিনি। কিন্তু এই মুহূর্তে তিনি আবার রয়েছেন কলকাতায়। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। ধারণা করা হচ্ছে, আলেমাও চার্চিল তৃণমূলে নাম লেখালে, দিল্লী জয়ের পথ কিছুটা হলেও শক্ত হতে পারে সবুজ শিবিরের কাছে।

tmc flag

বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর থেকেই দিল্লী জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল শিবির। সেই মর্মে ত্রিপুরা, গোয়ায় নিজেদের ঘাঁটি শক্ত করতে বদ্ধপরিকর মমতা বাহিনী। ইতিমধ্যেই ত্রিপুরার নির্বাচনে অংশ নিলেও, ভরাডুবি হয় তৃণমূলের। তাও ঘুরে দাঁড়ানোর ছবি দেখছে ঘাসফুল শিবির। এবারের টার্গেট গোয়ার নির্বাচন।

ইতিপূর্বেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিওকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ করা হয়েছে। এছাড়াও মমতা বাহিনীর সৈনিক হয়েছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী নাফিসা আলিও। আবার গোয়াবাসীকে তৃণমূলের ধর্মে দিক্ষীত করতে সেখানে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর