করোনা পজেটিভ মহিলা রোগীর সাথে দুষ্কর্ম হাসপাতালের ডাক্তারের!

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) আলীগড়ের দীনদয়াল উপাধ্যায় জেলা হাসপাতালে করোনা পজেটিভ মহিলার সাথে দুষ্কর্ম করার মামলা সামনে এসেছে। ২৮ বছর বয়সী যুবতীর সাথে হাসপাতালেরই এক ডাক্তারের বিরুদ্ধে দুষ্কর্ম করার অভিযোগ উঠেছে। যুবতী গাজিয়াবাদের একটি বেসরকারি ব্যাংকে কাজ করে। আর করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে আলীগড়ের দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়।

   

যুবতী ১৯ জুলাই থেকে হাসপাতালে ভর্তি। শোনা যাচ্ছে যে, অভিযুক্ত ডাক্তার রাতের বেলায় মহিলা ওয়ার্ডে চেকিংয়ের নামে গিয়ে এই কাজ করেছে।

যুবতীর পরিজনেরা যখন পুলিশের কাছে অভিযোগ করে, তখন হাসপাতালে প্রশাসনের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের কাছে খবর যাওয়া মাত্র পুলিশের আধিকারিকরা দীনদয়াল জেলা হাসতালে পৌঁছা আর বেশ কয়েক ঘণ্টা ধরে তদন্ত চালান। পুলিশ ফোর্সও ঘটনাস্থলে পৌঁছে যায়। যদিও, হাসপাতাল আধিকারিক এই ঘটনায় কিছুই বলতে রাজি হয়নি। নির্যাতিতার পরিজনেরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনা সবার সামনে আসে। পুলিশ অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করেছে।

জেলা শাসক চন্দ্র ভূষণ সিং বলেন, হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত যুবতীর অভিযোগে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতারও করেছে পুলিশ। তিনি জানান, পুলিশ ডাক্তারকে জেরা করছে। জেলাশাসক গোটা মামলার তদন্তভার সিএমও ভানু প্রতাপ সিংয়ের কাঁধে দিয়েছেন। তিনি জানান, পুলিশ যুবতীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করানো হচ্ছে। দোষ প্রমাণ হলে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর