টাইমলাইনপশ্চিমবঙ্গআবহাওয়াকলকাতা

আজ থেকেই শুরু শীতের ধুন্ধুমার ব্যাটিং! কতদিন থাকবে উত্তুরে হাওয়ার এই দাপট? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : পাঁচ দিনের শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। ৩০ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। ৩১ জানুয়ারি তা হয় ১৮.৫ ডিগ্রি। নতুন মাসে প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারিতে তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি তাপমাত্রা হবে ১৬.৫ ডিগ্রি এবং ৩ ফেব্রুয়ারি সম্ভাব্য তাপমাত্রা ১৫ ডিগ্রি। জাঁকিয়ে না হলেও ভরপুর শীতের আমেজ এবং সারাদিন উত্তুরে হাওয়ায় শীতল অনুভূতির সাক্ষী থাকতে চলেছে কলকাতা।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৬.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৮%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

weather

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : দার্জিলিং এবং কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এর পরবর্তী দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

অপরদিকে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া বেশ শুকনো থাকবে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একটু বেশিই কমতে চলেছে। এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা গিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিকিমের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে মৌসম ভবন।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker