সারদা মামলা : রাজীবের আগাম জামিনের আর্জি খারিজ আলিপুর আদালতে

বাংলা হান্ট ডেস্ক : আবারও  ভয়াবহ বিপাকে পড়লেন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমার৷ সারদা মামলায় কিছুতেই রেহাই পাবেন না রাজীব তা একপ্রকার নিশ্চিত৷ বারাসত আদালতে বিষয়টি বিচারাধীন হওয়ার কথা নয় তাই কলকাতা আলিপুর আদালতে রাজীব কুমারে আগাম জামিনের আর্জি জানানো হয়েছিল রাজীবের আইনজীবির তরফ থেকে৷ কিন্তু শনিবার টানা তিন ঘন্টার ম্যারাথন সওয়ালের পর অবশেষে রাজীবের জামিনের আর্জি খারিজ করল আলিপুর জেলা আদালত৷ এর আগে উচ্চ আদালতের তরফে রাজীবের গ্রেফতারির ওপর সমস্ত স্তগিতাদেশ তুলে নেওয়া হয়৷ এবার শনিবার আবারও তাঁর আগাম জামিনের আর্জি খারিজ৷

   

শনিবার দুপুর 12 টা থেকে তিনটে অবধি সওয়াল চলে৷ এরপর পাঁচ ঘন্টা দীর্ঘ আলচনার পর আলিপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত রাত আটটায় জামিনের আর্জি মঞ্জুর না হওয়ার কথা ঘোষনা করেন৷আদালতের তরফ থেকে এই রায়দানের পর একটি কপি দেওয়া হয় সিবিআই ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে৷ তারপর সেই আধিকারিকরা ওই কপি নিয়ে আবারও সিজিও কমপ্লেক্সে রওনা দেন৷ তবে জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজীবের আইনজীবি হাইকোর্টে যাবেন কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি৷ কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন রাজীব কুমার, তাই এরপর উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা৷ কিন্তু সেখানও জয়লাভের সম্ভাবনা খুবই কম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

অন্যদিকে সারদা মামলায় রাজীবকে সারদার তথ্য ট্রাঙ্কে ভরে তাঁর হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন সারদা মামলার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷ এমনকি মিডিয়া ও সারদার জমি সংক্রান্ত তথ্যও রাজীবের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন৷ তাই এবার তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায় , তা দেখার জন্য প্রহর গুণছে রাজ্যবাসী৷

সম্পর্কিত খবর