fbpx
টাইমলাইনভাইরাল

জানেন কি প্রত্যেকটি পিপড়েই জন্ম থেকে অন্ধ!

 

বাংলা হান্ট ডেস্কঃ অজানা কে জানার কৌতুহল আমাদের সকলের মনে বরাবরই রয়েছে।অর্থাৎ যে বিষয় আমাদের জ্ঞান নেই সেই বিষয় জানার জন্য সবসময়ই আগ্রহ থাকে।

পিঁপড়েদের ব্যাপারে আমাদের প্রত্যেকের মনেই কমবেশি কৌতুহল রয়েছে।কোন খাওয়ার বা মিষ্টি কোথাও পড়ে থাকলেই সারি সারি পিঁপড়েদের দল বেধে আসতে দেখা যায়।তবে প্রশ্ন হল সেই খাওয়ারের খবর পিঁপড়েরা পায় কোথা থেকে!

গবেষণায় জানা গেছে পিঁপড়েরা জন্ম অন্ধ।নিজের চোখে দেখে খাওয়ার খোজা পিঁপড়েদের পক্ষে সম্ভব নয়।সুতরাং এক্ষেত্রে তারা এই কাজটি করে থাকে গন্ধ শুকে।

এছাড়াও পিঁপড়েদের শরীর থেকে ‘ফেরোমন’ নমক এক ধরনের গন্ধ যুক্ত ক্যামিকেল নিঃসৃত হয়। খাবার সংগ্রহ করার পর সেই গন্ধ কে অনুসরণ করেই পিঁপড়েরা নিজেদের বাসায় ফিরে যায়। প্রসঙ্গত, এই কেমিক্যালের জন্যই পিঁপড়েরা যেখানে যায় সেখানে একটা দাগের সৃষ্টি হয়।

Back to top button
Close