প্রথম ক্রিকেটার হিসেবে T-20 ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার কর্নওয়াল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস রচনা করেছেন ক্যারিবিয়ান দীর্ঘদেহী অলরাউন্ডার রাখিম কর্নওয়াল। গত বুধবার তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিশতরান করেছেন। এইমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে চলতে থাকা আটলান্টা ওপেন টুর্নামেন্টে আটলান্টা ফায়ার এবং স্কোয়ার ড্রাইভের মধ্যে একটি ম্যাচ চলাকালীন মাত্র ৭৭ বলে অপরাজিত ২০৫ রানের একটি ইনিংস খেলেন তিনি। কর্নওয়াল তার আগ্রাসী ব্যাটিংয়ের মধ্যে দিয়ে আটলান্টা ফায়ারের স্কোর ২০ ওভারে ৩২৬ অবধি নিয়ে যান। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই কোনও দলের করা সর্বোচ্চ স্কোর।

   

কর্নওয়ালের ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি এবং ২২ টি ছক্কা দিয়ে। তিনি ২৬৬.২৩ স্ট্রাইক রেট সহ তিনি ব্যাট করেছিলেন। কর্নওয়াল তার এই ঐতিহাসিক ইনিংসে বিপক্ষ বোলিংকে নাস্তানাবুদ করে দেন। মাইনর লিগ ক্রিকেটের অফিসিয়াল পেজ থেকে টুইটারে ক্যারিবিয়ান তারকার ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করা হয়েছে।

ওই ম্যাচে আটলান্টা ফায়ার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আটলান্টা ফায়ার কর্নওয়াল, স্টিভেন টেইলর এবং সামি আসলামের ব্যাটিংয়ের সৌজন্যে বোর্ডে ৩২৭ রানের টার্গেট সেট করে। কর্নওয়ালের দ্বিশতরানের পাশাপাশি টেইলর ও আসলাম প্রত্যেকে ৫৩ রান করে করেন। টিম স্কোয়ার ড্রাইভের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন বরুণ সাই মন্থা।

এরপর রান তাড়া করতে নেমে তারা ২০ ওভারে ১৫৪ রানের বেশি তুলতে পারেননি। ম্যাচে তাদের হয়ে যশবন্ত বালাজি সর্বোচ্চ ২২ বলে ৩৮ রান করেন। ২২ বলে ৩৬ রান করেন একটি উইকেট নেওয়া বরুণ। রাধাকৃষ্ণ মরিপতি ১৬ বলে ২০ রান করেন, আর তেজস কোমাতিরেডি ১৫ বলে ১৪ রান করেন। ওই ম্যাচে কর্নওয়ালের দল আটলান্টা ফায়ারের হয়ে জাস্টিন ডিল চার উইকেট নিয়ে তার দলকে ৮ উইকের তুলতে সাহায্য করেন।

শেষপর্যন্ত আটলান্টা ফায়ার ম্যাচটি ১৭২ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে, যা টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। খুব স্বাভাবিকভাবেই কর্নওয়াল ব্যাট হাতে অসাধারণ খেলার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর