পুজোর আগে সোনা বর্ষণ! আরও সস্তা হল হলুদ ধাতু, কলকাতায় কত কমল সোনার দাম?

বাংলা হান্ট ডেস্ক : শুধু বাঙালিদের কাছে নয় গোটা দেশেই রয়েছে সোনার ব্যাপক চাহিদা। যুগ যুগ ধরেই সাধারণ মানুষের মধ্যে এই অমূল্য সম্পদের চাহিদা রয়েছে তুঙ্গে। তাছাড়া ভারতীয়দের কাছে সোনা খুবই শুভ। তাই বিয়ে, অন্নপ্রাশন হোক কিংবা জন্মদিন যে কোনো অনুষ্ঠানেই সোনা খুবই জরুরী।বিগত কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)।

যার ফলে এই হলুদ ধাতু এখন প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে সোনা শুধু অলংকার হিসেবেই নয়, অনেকের কাছেই সোনা (Gold) ভবিষ্যতের সঞ্চয়ও। তাই ভবিষ্যতের কথা ভেবে অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখেন। তবে ইদানিং সোনার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে রুপোর চাহিদাও।

এই উৎসবের মরশুমে লাগাতার সোনা-রুপোর দাম (Gold Price) কমতে থাকায় দোকানে এখন সোনার প্রেমীদের বিরাট ভিড়। আর পুজোর  মুখে ভালো কেনাবেচা হওয়ায় চওড়া হাসি বিক্রেতাদের মুখেও। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপো (Gold Price)?

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই কলকাতায় সোমবার ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭ হাজার ২৮৬ টাকা। এছাড়া আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৭২ হাজার ৮৬০ টাকা। গতকালের তুলনায় সোনার দাম আজ ৪০০ টাকা কম।

আরও পড়ুন : সোমেই সব ‘ফাঁস’! তরুণী চিকিৎসকের মৃত্যু কখন? সুপ্রিম শুনানিতে এবার সব জানাল রাজ্য

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?

পুজোর আগেই আরও কিছুটা কমল সোনার দাম। আজ সোমবার ৯ সেপ্টেম্বর ১ গ্রাম ওজনের ২২ ক্যারেটের সোনার দাম (Gold Price) ৬ হাজার ৬৭৯ টাকা। অৰ্থাৎ সম-মানের ১০ গ্রাম কিনতে গেলে আজ খরচ হবে মোট ৬৬ হাজার ৭৯০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম কত?

আজকের দিনে সবচেয়ে বড় চমক রয়েছে ১৮ ক্যারেট সোনার দামে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫ হাজার ৪৬৫ টাকা। তবে ১০ গ্রাম সোনার দাম আজ কমে হয়েছে ৫৪ হাজার ৬৫০ টাকা।

Gold Price

আজ কলকাতায় রুপোর দাম কত?

সোনার পাশাপাশি আজ কমেছে রুপোর দামও। কলকাতায় আজ ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৮৪ হাজার ৪০০ টাকা। যার ফলে আজ একদিনে মোট ১০০ টাকা কমল রুপোর।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর