টাকা যেন হাতের ময়লা! বছরে কত কোটি কর দেন শাহরুখ? কেনা যাবে ১৫০-টিরও বেশি বাড়ি

বাংলা হান্ট ডেস্ক : শাহরুখ খান (Shahrukh Khan) নামটাই যথেষ্ট! বলিউডের এই বেতাজ বাদশাকে এক ডাকে চেনে গোটা দুনিয়া। বয়স প্রায় ষাটের কোঠায় হলেও আজও বলিউডের রোমান্স কিং তিনি। বড় পর্দায় শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতি আজও ঝড় তোলে অসংখ্য তরুণীর হৃদয়ে। শাহরুখ (Shahrukh Khan) ভক্তরা আজও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ভীড় জমান  সিনেমা হলের বাইরে।

বলিউডের সর্বোচ্চ করদাতা অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan)

তাঁর এই গগনচুম্বী সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। তিনিও একদিন সফর শুরু করেছিলেন শূন্য থেকেই। হাতে নামমাত্র টাকা আর দু চোখ ভরা স্বপ্ন নিয়েই গোটা মুম্বাই শহরে রাজ করার প্রতিজ্ঞা করেছিলেন তিনি। আর স্বপ্ন যে সত্যিও হয় একটা গোটা প্রজন্ম বিশ্বাস করতে শিখেছে তাঁকে দেখেই। বাস্তব জীবনেও কিং খান আদ্যোপান্ত অত্যন্ত পজিটিভ একজন মানুষ।

   

কিন্তু কোটি কোটি অনুরাগীদের মন ভেঙে দিয়ে একদিন তিনিই  চিরকালের জন্য অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরপর দু’দুটো সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর অভিনয় করবেন না বলে ঠিক করেছিলেন শাহরুখ। কিন্তু অভিনয় তার রন্ধ্রে রন্ধ্রে। তাই সময় বদলাতে বেশি দিন সময়-ও লাগেনি। ভাগ্যের চাকা ঘুরে যায় ২০২৩  সালেই।

মোট ২০০০ কোটির ব্যবসা করে শাহরুখের তিন ছবি। যা বলিউডের ইতিহাসে সবথেকে বেশি কালেকশন। তবে তার জন্য এবার মাশুল ও দিতে হল অভিনেতাকে। এবার  এই বিরাট বক্স অফিস কালেকশনের জন্য মোটা টাকা কর দিতে হল কিং খানকে।

আরও পড়ুন : ইচ্ছে পুতুলের ময়ূরী অতীত! নতুন সিরিয়ালে ‘মেঘ’ তিতিক্ষার সাথে থাকছেন এই সুন্দরী নায়িকা

জানা যাচ্ছে শাহরুখ ২০২৩-২৪  সালের আর্থ বর্ষের এই বিপুল অংকের আয়ের জন্য মোট কর দিয়েছেন ৯২ কোটি টাকা। যা আমজনতার কল্পনারও বাইরে। হিসাব বলছে, এই টাকা দিয়ে ৬০  লাখের দেড়শ’টির মতো বাড়ি কেনা যাবে।  প্রত্যেক বছরই শাহরুখ খান সময় মত আয়কর মিটিয়ে সুনাম কুড়িয়েছেন।

Shahrukh Khan

চলতি বছরে  বলিউড তারকাদের মধ্যে সর্বোচ্চ কর জমা দিয়েছেন শাহরুখ। এরপরেই এই তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা থালাপাতি বিজযয়ের।  তিনি এ বছর মোট ৮০ কোটি টাকা আয়কর দিয়েছেন।  অন্যদিকে গত বছর অর্থাৎ ২০২৩ -এ বলিউডে সালমান খানের একটাও সিনেমা হিট হয়নি।  তারপরেও এবছর তাঁকে  কর দিতে হচ্ছে মোট ৭১ কোটি টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর