বাংলা হান্ট ডেস্ক : সোনার দাম (Gold Price) যতই কম বেশি হোক না কেন প্রায় সারা বছরই সোনার চাহিদা থাকে তুঙ্গে। দেখতে দেখতে এসেই গেল দুর্গাপুজো। আজ মহালয়া থেকেই শুভ সূচনা হয়ে গেল দেবী পক্ষের। এই মুহূর্তে পুজোর আর এক সপ্তাহও বাকি নেই। তাই এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়া ছুটিতে অনেকেই পুজোর শপিং করার পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু কেউ যদি পুজোর নতুন জামা-কাপড়ের সাথেই সোনার গয়নায় সাজার পরিকল্পনা করে থাকেন তাহলে এবার তার মন খারাপের পালা।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
কারণ মহালয়াতেই আবার এক ধাক্কায় বেড়ে গিয়েছে সোনার দাম (Gold Price)। জানা যাচ্ছে, আজ এক ধাক্কায় পাঁচ হাজার টাকা দাম (Gold Price) বেড়েছে হলুদ ধাতুর। তবে এখন সোনার পাশাপাশি ফ্যাশনে ইন রুপোর গয়নাও। তবে সোনার দাম বাড়ায় যারা রূপোর গয়না কেনার কথা ভাবছেন, খারাপ খবর তাদের জন্যও। কারণ সোনার পাশাপাশি রূপোও এখন বিক্রি হচ্ছে বেশ চড়া দামে।
তবে স্বস্তির খবর এই যে আজ আর নতুন করে রুপোর দাম বাড়েনি। তবে কেউ যদি দামের তোয়াক্কা না করেই এই পুজোয় সোনা কিংবা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই দেখে নিন কলকাতায় আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা।
- কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?
পুজোর আগে আবার বড় ধাক্কা খেলেন সোনাপ্রেমীরা। আজ ২ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৪৫ টাকায়। যার ফলে আজকের দিনে কলকাতায় সোনার ভরি বেশ দামি। আজ কলকাতায় এক ভরী অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ৪৫০ টাকা।
আরও পড়ুন : ‘একটু হলেও তো খারাপ লাগেই’! ১৯ বছরের কেরিয়ারে কম সিনেমা করার আফসোস ঋষি কৌশিকের
- কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
শান্তি নেই মহালয়াতেও। আজ বুধবার কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ১০০ টাকায়। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭১ হাজার টাকা।
- কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?
আজকের দিনে কলকাতায় বদল এসেছে ১৮ ক্যারেটের সোনার দামেও। বুধবার কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০৯ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৮ হাজার ৯০ টাকা।
- কলকাতায় রুপোর দাম কত?
মহালয়ায় বেশ চড়া রয়েছে রুপোর দাম-ও। আজকের দিনে কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে মোট খরচ হবে ৯৫ হাজার টাকা।