চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল আরেক তৃণমূল বিধায়কের নামে

বাংলা হান্ট ডেস্কঃ চাকরির নামে প্রতারণা বর্তমানে বঙ্গ রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই চাকরি প্রতারণা মামলায় একের পর এক নতুন তথ্য সামনে এসে চলেছে। এক্ষেত্রে অধিকাংশ অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি নদিয়ার (Nadia) তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে আর এবার তৃণমূলের অপর এক বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো।

ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া এলাকায়। সম্প্রতি  নদিয়ার চাপড়ার তৃণমূল এমএলএ রুকবানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে একাধিক চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক এবং তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

এলাকাবাসীদের দাবি, ২০১১ এবং ২০১৬ সালে এলাকার বহু চাকরিপ্রার্থীদের কাছে থেকে আর্থিক প্রতারণা করে তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান এবং তার সঙ্গী শুখদেব ব্রহ্ম। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দাবি, তারা চাকরি পাওয়ার জন্য লাখ লাখ টাকা তৃণমূল বিধায়ককে দিলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে মেলেনি চাকরি। এমনকি টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই, অনেকে জমি বিক্রি থেকে শুরু করে অন্যান্য একাধিক পন্থায় টাকা জোগাড় করে। ফলে বর্তমানে টাকা ফেরত চেয়ে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ পত্র পাঠিয়েছে।

Rukbanur rahaman

তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই তৃণমূল বিধায়ক জানান, “আমাকে ফাঁসানোর জন্য এহেন ষড়যন্ত্র করা হয়ে চলেছে। আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য জামশেদ আলি অভিযোগ তুলেছে। ওই ব্যক্তি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট করানোর চেষ্টায় ছিল আর বর্তমানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। সত্যের বিচার হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর