টাইমলাইনবিনোদন

ভবিষ্যতে সব অতীত হবে জেনেও হাসি খুশি থাকা, বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে লিখলেন ঋদ্ধি

বাংলাহান্ট ডেস্ক : টেলিভশন জগতে বেশ জনপ্রিয় কৌশিক সেন এবং রেশমি সেন। দেখতে দেখতে একসাথে তাঁরা কাটিয়ে ফেললেন ২৮ টা বছর। ছোট থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত এই দুই তারকা। এরপরই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেঁচে নেন তাঁরা। তাঁদের নিজস্ব একটি নাট্যদলও রয়েছে।

crockex

সম্প্রতি ৩০ বছর অতিক্রম করেছে কৌশিক-রেশমির ‘স্বপ্নসন্ধানী’। এই নাট্যদলের অংশ এই তারকা জুটির ছেলে ঋদ্ধি সেন। সদ্য শেষ হয়েছে ‘হেলমেট’ নাটক। এই তারকা জুটি কেবলমাত্র থিয়েটারেই নয় নিজেদের ছাপ রেখেছেন বাংলা সিরিয়াল থেকে শুরু করে বাংলা সিনেমাতেও।

Riddhi Sen

তাঁদের ছেলে ঋদ্ধি সেন। মাত্র ১৯ বছর বয়সেই অভিনয় জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। অভিনেতার কথায় তিনি আজ যা কিছু পেয়েছেন সবই তাঁর বাবা-মায়ের অবদান। তারা না থাকলে জীবনটা এতটা সুন্দর হতনা তাঁর।

Riddhi Sen

টলিজগতের এই পাওয়ার জুটি ২৮ তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন পুত্র ঋদ্ধি সেন। ফেসবুকে তিনি লেখান,’আমার ‘আমি’ হওয়ার অতীত থেকে ক্যামেরায় নিজে হাতে বর্তমানকে সজাগ অতীত করে রাখার মধ্যে কাটলো ২৮ বছর l হাসিটা একই রকম , অভিমান, রাগ, ভালোবাসা, ভরসা, চিন্তা, স্বপ্ন, বন্ধুত্ব সব একদিন ভবিষ্যতে অতীত হবে জেনেও এই হাসি, ২৮ পেরিয়ে এগিয়ে যাওয়া আরেকটু , সংখ্যার জালের বাইরে, বর্তমানের ভেলায় হাত ধরে এগিয়ে যাওয়া আরেকটু অজানা প্রান্তরে , অনিশ্চেয়তার থেকে বড়ো নিশ্চয়তা আর কিসেই বা আছে ? তাই এই প্রাণখোলা হাসিটা বজায় থাক l শুভ বিবাহবার্ষিকী’ l

 

বাবা-মায়ের বিয়ের ফোটও ফেসবুকে তুলে ধরেছেন অভিনেতা। তুলে ধরেছেন তাঁদের বর্তমান ছবিও। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন। বাবার অভিনয় দেখে মুগ্ধ ঋদ্ধি। সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। বর্তমানে এই অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায়।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker