অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার ইঙ্গিত,ফিরে আসার অনুরোধ সরকারের

বাংলা হান্ট ডেস্ক : অমরনাথের পুণ্যার্থীদের ওপর জঙ্গি হামলার ইঙ্গিত মিলল!তারপরই পুণ্যার্থীদের ফিরে আসার অনুরোধ জানিয়েছে জম্মু-কাশ্মীর সরকার।গোয়েন্দারা জঙ্গি হামলার ইঙ্গিত দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফে।

   

ইঙ্গিত হিসাবে এমন কিছু জোরালো প্রমাণ পাওয়া গেছে যার থেকে স্পষ্ট ধারণা করা যায় অমরনাথ যাত্রায় বড়সড় হামলার ছক কষছিল পাক সেনা। সাংবাদিক বৈঠক করে চিনার কর্পস কম্যান্ডার লেফ্টটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন জানান, উপত্যাকায় অশান্তি সৃষ্টি করতে নয়া দিক দেখছে পাকিস্তান। কোনওভাবেই তা সম্পূর্ণ হতে দেওয়া যায়না।

লেফ্টটেন্যান্ট জেনারেল ধিলন জানান, আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও টেলিস্কোপ যুক্ত এম-২৪ আমেরিকা স্নাইপার রাইফেল মিলেছে অমরনাথ যাত্রা পথে। কিন্তু নির্দিষ্ট কোন জায়গায় বিস্ফোরক মিলেছে তা তদন্তের স্বার্থে জানাননি জানানো যাবেনা।২০১৭ সালে অমরনাথ যাত্রায় বড়সড় জঙ্গি হামলা হয়। মৃত্যু হয় ৮ পুর্ণার্থীর।এবারে সেরকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সম্পর্কিত খবর