খোঁজ রাখেনি ইন্ডাস্ট্রি, সবার আড়ালেই বিদায় নিলেন উত্তম-সৌমিত্রর সহ অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: দুঃসময় ফিরে এসেছে বিনোদন ইন্ডাস্ট্রিতে। বছর দুই আগে একের পর এক মৃত্যু দেখেছে রূপোলি জগৎ। বড়পর্দা থেকে ছোটপর্দা, পরপর তারকা খসে পড়েছে সিনেজগৎ থেকে। বিগত কয়েক দিন ধরেও সমানে মৃত্যুর খবর সামনে আসছে। তবে শুক্রবার এক মর্মান্তিক সংবাদে স্তব্ধ হওয়ার জোগাড় হয়েছে টলিপাড়ার। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় (Amarnath Mukherjee)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

‘মৌচাক’ ছবির ডঃ গুপ্তকে ভুলতে পারেননি কেউ। ছোট্ট চরিত্র অথচ তাতেই কী দাপুটে অভিনয়! সাধারণ সংলাপেই দর্শককে হাসানোর ক্ষমতা রাখতেন অমরনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। টলিপাড়ায় খবর এসে পৌঁছায় শুক্রবার। বার্ধক্যজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

amarnath mukherjee

সাদা কালো যুগের খ্যাতনামা এই অভিনেতার মৃত্যুর খবরটা শেয়ার করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অমরনাথকাকু ভালো থেকো অন্য পৃথিবীতে। তোমার নম্বরটা থেকে যাক আমার মুঠোফোনে।’

ছোট থেকেই অভিনয় জগতের মানুষজনদের সঙ্গে ওঠাবসা ছিল অমরনাথ মুখোপাধ্যায়ের। তাঁর অভিনয়ে হাতেখড়ি হয় নাটকের মঞ্চে। তরুণ কুমার, রবি ঘোষের মতো অভিনেতাদের সঙ্গে নাটকের দলে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর প্রথম সিনেমা ‘দেশবন্ধু চিত্তরঞ্জন’।

হার মানা হার, বসন্তবিলাপ, মৌচাক, স্ত্রী, ছিন্নপত্র, প্রথম প্রতিশ্রুতি, স্বয়ংসিদ্ধার মতো বহু ছবিতে তাঁর অভিনয় আজো ভুলতে পারেনি দর্শক। কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার, তরুণ কুমারের মতো কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে দর্শকদের মনে জায়গা করে নেওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছিলেন অমরনাথ মুখোপাধ্যায়।

শুধু কি বাংলা, হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। ধন দৌলত, ধুঁয়া, ডিস্কো ডান্সার ছবিতেও কাজ করেছেন তিনি। এক সময় অভিনয় ছেড়ে প্রচারের আলো থেকে সরে যান অভিনেতা। এই ইন্ডাস্ট্রি এমন একজন রত্নকেও মনে রাখেনি। ২০০৫ সাল থেকে মুম্বইতেই থাকেন অমরনাথ মুখোপাধ্যায়। চলেও গেলেন তিনি একদম নিঃশব্দে, বিনা আড়ম্বরে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর