মোদীকে আক্রমণ অর্মত্য সেনের,দেশের জন্য কি করেছে অর্মত্য সেন পাল্টা বিজেপি

বাংলাহান্ট-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তিনি দেশের মাটিতে অর্থনৈতিক হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছেন কিন্তু তিনি দেশের মাটিতে থাকে না।

তিনি বারবারই যখন ভারতে এসেছেন বাংলা এসেছেন তখন তিনি সমালোচনা করেছেন কেন্দ্রীয় সরকারকে, তিনি একাধিকবার কলকাতায় এসে বিজেপি বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্মের ভিত্তিতে। বিভাজনের রাজনীতি হচ্ছে বলে তিনি দাবি করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন অমর্ত্য সেন কি করেছে দেশের জন্য? তিনি কিছু করেনি যা করেছে নিজের জন্য করেছে।

images 6 2

তিনি দেশকে কতটা ভালোবাসেন তা বাংলার মানুষ জানে এরপর এই অমর্ত্য সেনের কিছু বক্তব্য যা বিজেপি কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অমর্ত্য সেনকে নিয়ে রাজনীতি করতে থাকে তৃণমূল এবং বিজেপি। অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে সারা কলকাতা জুড়ে পোস্টটা পড়ে এবং এই পোস্টার কে বা কারা ফেলেছিল রাতের অন্ধকারে তা আজও অজানা।

বিজেপি দাবি করেছিল যে এই পোস্টার তৃনমুল ফেলেছে প্রোষ্টারের নিচে লেখা ছিল নাগরিক কমেটি। গতকাল মহা নবমীর দিন অমর্ত্য সেন কেন্দ্র সরকার ও নরেন্দ্র মোদিকে বিভিন্ন ইস্যুতে একহাত নিয়েছেন।

images 7 2

সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ যখন উন্নতশীল সেই সময় অমর্ত্য সেনের এই মন্তব্য বেশ কিছুটা চাপ বাড়িয়েছে কিন্তু বিজেপি অমর্ত্য সেনের কথা কে কোনরকম গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি ভারতবর্ষ দিন দিন এগিয়ে চলেছে উন্নয়নের দিকে এবং তার জন্য নরেন্দ্র মোদী সারা পৃথিবীতে বিখ্যাত হচ্ছেন। যদি মানুষ না চাইতো তাহলে এত বিপুল সংখ্যক নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারতো না বিজেপি সরকার।

অমর্ত্য সেন বলেন ‘বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারই নেই নরেন্দ্র মোদীর। গণতন্ত্র মানে আলোচনা ভিত্তিতে দেশের সরকার চালানো। ভোট যে ভাবেই, আলোচনাকে ভয়ের বস্তুু করে তুলতে তুমি গণতন্ত্র পাবে না।

অমর্ত্য সেনের এই মন্তব্যকে কোনরকম কর্ণপাত করতে নারাজ বিজেপি, তার এই মন্তব্যের জন্য বিজেপি নেতৃত্ব অমর্ত্য সেনের এ মন্তব্যকে কোন রকম মন্তব্য করতে চাননি বরং অমর্ত্য সেন কে প্রশ্ন করেছেন তিনি দেশের জন্য কি করেছেন? এই প্রথমবার নয় আগেও নোট বন্দি, জিএসটির সময় ভারতের অর্থনীতি কিছুটা খারাপ হয়েছিল সেই অর্থনীতির জন্য দায়ী ছিল

 

কেন্দ্রীয় সরকারকে এমনই মন্তব্য করেছিলেন কিন্তু বাস্তবের সাথে অমর্ত্য সেনের কথার কোন মিল পাওয়া যায় না ফলে অমর্ত্য সেন যে বিজেপি বিরোধী মনোভাব নিয়ে কথা বলে তা আরো একবার প্রকাশ পেল। হঠাৎ কেন নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এইরকম কটুক্তি করলেন তা আজও অজানা। এদিকে ভারতে যখন একের পর এক ইতিবাচক কাজ হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য তিনি করেন না।

IMG 20191008 WA0222

কাশ্মীরের ৩৭০ ধারা থেকে শুরু করে কেন্দ্রের একাধিক উদারনীতি যখন দেশ সামনের সারিতে সেই সময় একটি মন্তব্য শোনা যায়নি অমর্ত্য সেনের গলা থেকে। নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা জন্য বিজেপি নেতৃত্ব এবার জানতে চাইছে যে অর্মত্য সেন দেশের জন্য কি করেছে?

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর