২১ বার ফ্রি-তে বিমানযাত্রা অমর্ত্য সেনের! ‘ভারতরত্ন” হিসেবে একমাত্র ওনার কাছেই রয়েছে এই কৃতিত্ব

বাংলা হান্ট ডেস্কঃ একমাত্র ‘ভারতরত্ন” (Bharat Ratna) সম্মানে যারা ভূষিত হন, তাঁরাই আজীবন এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। সমস্ত ভারত রত্ন পুরস্কার বিজেতাদের মধ্যে একমাত্র অমর্ত্য সেনই (Amartya Sen) ২০১৫ থেকে ২০১৯-র মধ্যে ২১ বার বিনামূল্যে বিমান যাত্রার সুবিধাভোগ করেছেন। ভারত রত্ন আমাদের দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান। এই সম্মান যারা পেয়ে থাকেন, তাঁরা আজীবন অনেক সুবিধা ভোগ করার সুযোগ পান। আর সেই সুবিধাগুলোর মধ্যে একটি হল বিনামূল্যে বিমান যাত্রা।

ভারতরত্ন,Bharat Ratna,এয়ার ইন্ডিয়া,Air India,অমর্ত্য সেন,Amartya Sen

   

২০০৩ সালে ভারত রত্ন পুরস্কার প্রাপকদের জন্য এয়ার ইন্ডিয়া বিমানের মাধ্যমে বিনামূল্যে হাওয়াই যাত্রা করার সুবিধা দেওয়া হয়। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার। আর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী।

এখনও পর্যন্ত ৪৮ জনকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে। যাদের মধ্যে ১৪ জনকে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে। শেষ যেই ৩৪ জনকে ভারত রত্ন সম্মান দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অমর্ত্য সেন ছাড়া আরও তিনজন সর্বোচ্চ সম্মানে ভূষিত জীবিত আছেন। লতা মঙ্গেশুকর (২০০১), সচিন তেন্দুলকার (২০১৪) এবং প্রফেসর সি.এন. রাও (২০১৪)।

ইন্ডিয়া টুডের তরফ থেকে RTI করে জানতে চাওয়া হয়েছিল যে, কেন্দ্র সরকার কবে থেকে ভারতরত্ন প্রাপকদের জন্য বিনামূল্যে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ভ্রমণের সুবিধা চালু করেছে, আর এর খরচ কত হতে পারে? এছাড়াও ১৯৯৯ সালে ভারতরত্ন প্রাপক নোবেল জয়ী অমর্ত্য সেনের বিষয়ে সেই আরটিআই-তে বিশেষ ভাবে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি ঠিক কতবার এই সুবিধা নিয়েছেন?

আরটিআই-এর প্রশ্নের জবাবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, ২০০৩ সালের ২৫ আগস্ট ভারতরত্ন প্রাপকদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এই সুবিধা চালু করে গিয়েছিলেন।

অমর্ত্য সেনকে নিয়ে এয়ার ইন্ডিয়া জানায়, ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি এয়ার ইন্ডিয়ার মাধ্যমে মোট একুশবার বিনামূল্যে বিমান ভ্রমণ করেছেন। তবে সেই ভ্রমণে কত খরচ হয়েছে, সেটা জানায়নি সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এও জানানো হয়েছে যে, একমাত্র ভারতরত্ন বিজয়ী অমর্ত্য সেনই এই বিনামূল্যে বিমানে ভ্রমণের সুবিধা নিয়েছেন। আর কেউ নেননি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর