করোনা মোকাবিলা প্রসঙ্গে নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ অমর্ত্য সেন

বাংলাহান্ট ডেস্কঃ অমর্ত্য সেন (amartya sen) বরাবরই নরেন্দ্র মোদির (narendra modi) সমালোচক হিসাবেই পরিচিত। ২০১৬ সালের নোট বন্দীর সমালোচকদের মধ্যে অন্যতম প্রধান মুখ ছিলেন ভারতের প্রথম নোবেল জয়ী অর্থনীতিবিদ। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের সরকারের প্রশংসা করেছেন অমর্ত্য সেন।

amartya sen

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী করোনা সংকটের গুরুত্ব অন্যান্য অনেক রাষ্ট্রনেতার চেয়ে আগে বুঝেছেন। কিন্তু করোনা মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল। যদিও পরিযায়ী শ্রমিকদের সমস্যার জন্য আলাদা করে মোদিকে দায়ী করেন নি বরিষ্ঠ অর্থনীতিবিদ।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বহু দেশের রাষ্ট্রপ্রধান করোনা মোকাবিলায় মোদির প্রশংসা করেছিলেন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই যেভাবে লকডাউন ঘোষনা করা হয়েছে তা নিয়ে মোদির প্রশংসা করেছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসও। কিন্তু মোদি সমালোচক বলে পরিচিত অমর্ত্যের প্রশংসা প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের ভরসা সন্দেহাতীত ভাবেই বাড়াবে।

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৯০২, মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। গতকাল নতুন করে আক্রান্ত ৩৬০০। যা ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। শুধু মাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৬,৭৫৮ জন।

সম্পর্কিত খবর