পৃথিবীকে বাঁচাতে, অ্যামাজন বাঁচান- অ্যামাজনের নায়ক

বাংলা হান্ট ডেস্ক –সাম্প্রতিক পৃথিবীর দুই মেরুর বরফ গলে যাচ্ছে তার ফলে আগামী দিন পৃথিবী ধ্বংসের দিকে যেতে পারে বলে আগেই দাবি করেছে বিজ্ঞানীরা কারণ পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা, তা না থাকার ফলে পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে। সাম্প্রতিক ব্রাজিলের অ্যামাজনে প্রায় অধিকাংশ পুড়ে গেছে। এর ফলে পৃথিবীর ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন আসে অ্যামাজন থেকে। এই আমাজন অরণ্য পৃথিবী কে ফুসফুসের মতো কাজ করে যাচ্ছে।

অ্যামাজনে প্রচুর জীবজন্তু থাকে যা আগুনের প্রভাবে মরে যাচ্ছে, ইতিমধ্যে ব্রাজিল সরকারকে দায়ী করেছে পৃথিবীর উন্নত দেশগুলো। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

62190082ব্রাজিলের অ্যামাজনের যে আগুন লেগেছে তা আগে কখনো এমন আগুন লাগেনি বলে দাবি বিজ্ঞানীদের। তারা জানে যে পরিমাণ আগুন লেগেছে তা দ্রুত ব্যবস্থা নিলে এত বৃহদাকার এ আগুন ছড়িয়ে পড়তো না, ইতিমধ্যে বায়ুসেনার বিমান জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আগুনের তীব্রতা যে অ্যামাজন জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে কিন্তু সেখানেও ধোঁয়ায় ঢেকে গেছে সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ ও বাংলার অন্যতম নায়ক দেব একটি মুভি করেন, অ্যামাজনের সমস্ত কাহিনী তুলে ধরা হয়।Amazon Obhijaan – Dev Acted Adventure film of Kamaleshwar Mukherjee

অ্যামাজনের আগুন লাগার পর তিনি তার সোশ্যাল সাইটে বলেন অ্যামাজন কে বাঁচাতে হবে দেবের এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে যায়, কারণ একটি সিনেমায় করেন সেটি নাম অ্যামাজন অভিযান এবং সম্পূর্ণ অ্যামাজনে শুটিং তৈরি হয়।

যেভাবে পশুপাখি ও গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে সেই নিয়ে দেব বলেন পৃথিবীকে বাঁচাতে অ্যামাজন কে বাঁচান। দেবের মতো যদি আরো কিছু মানুষ এই বিষয়ে সোচ্চার হয়ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর