এবার ভারতে ফুড ডেলিভারি পরিষেবা আনছে Amazon! নজর রাখুন

বাংলা হান্ট ডেস্ক : ভারতের এখন Zomato Swiggy food panda এমনকি এখন Uber eats এরও বেজায় বাজার। রমরমিয়ে চলছে এই ফুড ডেলিভারি সার্ভিস।তবে এবার এদের পাল্লা দিতে মার্কেটে আসছে ই-কমার্স সংস্থা Amazon।

দুর্গাপুজোর মরশুম শুরুর আগেই এই সংস্থা ফুড ডেলিভারির ব্যবসা চালু করতে সচেষ্ট।ইতিমধ্যেই পরিকল্পনা করে কাজ শুরু হয়ে গেছে।ফুড ডেলিভারির পরিষেবা শুরু করার বিষয়ে কাজ শুরু করে দিয়েছে সংস্থা। জানা যাচ্ছে ভারতীয় সংস্থা ক্যাটারম্যানের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে আমাজন।ওই সংস্থা পরিষেবা শুরু করার জন্য কর্মী নিয়োগও শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত Zomato বা Swiggyর মতোই রেঁস্তোরা থেকে খাবার পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। চলতি বছর সেপ্টেম্বর নাগাদই চালু হবে এই পরিষেবা। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ঠিক সময়ে লঞ্চ করা হবে এই অ্যাপ।দেখা যাক কতটা জনপ্রিয়তার মুখ দেখতে পারে এই অ্যাপ।এখন ফুড ডেলিভারির বাজার আগের থেকে অনেকাংশে বেড়েছে।

সম্পর্কিত খবর