বাম্পার রেকর্ড! মাত্র ছত্রিশ ঘণ্টায় 750 কোটি টাকার স্মার্ট ফোন বেচল অ্যামাজন

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উ সব দুর্গাপুজোর শুরু হয়ে গিয়েছে, বাঙালির ঢাকে কাঠি পড়া মাত্রই বিভিন্ন ই কমার্স সংস্থা নিজেদেরই বিক্রিবাটা বাড়াতে একাধিক অফার নিয়ে হাজির হয়৷ তেমনই মন্দার বাজারেও এ বছরেও বাদ যায়নি অ্যামাজন৷ উত্সবের মরসুমে অ্যামাজন শুরু করেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফার৷ 29 সেপ্টেম্বর থেকে সেই অফার শুরু হয়েছে অ্যামাজনে, যদিও অ্যামাজনের সঙ্গে ফ্লিপকার্টে একই অফার চলছে যা চলবে 4 অক্টোবর অবধি৷

নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে সাজগোজ বা স্মার্টফোন , গৃহস্থালির সরঞ্জাম সব কিছুতেই 10-40 শতাংশ অবধি ছাড় পাওয়া যাচ্ছে এই দুটি সংস্থা থেকে৷ জানা গিয়েছে দেশের আর্থিক মন্দা চললেও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফারে চলতি বছরে রেকর্ড করা বিক্রি হচ্ছে৷ তবে সমস্ত জিনিসের মধ্য থেকে স্মার্টফোন বিক্রিতে এক দুর্দান্ত রেকর্ড তৈরি করেছে অ্যামাজন৷ মাত্র দেড় দিনে 750 কোটি টাকার স্মার্টফোন বিক্রি করেছে অ্যামাজন৷

অ্যাপল স্যামসাং ওয়ান প্লাসের মতো নামী দামি সংস্থার মোবাইল কিনেছেন গ্রাহকরা৷ প্রতি বছরই অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য এই বিশেষ অফারের সুযোগ দেয় সংস্থা৷ তাই এ বছর সঠিক সময় সুযোগ পেতে কার্যত কেনাকাটার ভিড় লাগিয়ে দিয়েছেন গ্রাহকরা৷ জানা গিয়েছে গত বছরের তুলনায় এ বছরে রেকর্ড করা বিক্রি করেছে অনলাইন ই কমার্স সংস্থা অ্যামাজন৷

সম্পর্কিত খবর