আগুন নেভাতে ২ কোটি ডলার অর্থ সাহায্য পেল ব্রাজিল

বাংলাহান্ট ডেস্ক: অ্যামাজনের আগুন নেভাতে ক
জি-৭ দেশগুলি 2 কোটি ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে । সোমবার এই ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল। কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ব্রিটেন ও আমেরিকার মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে।

   

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন প্রয়োজনে আগুন নেভাতে সেনা পাঠাতে রাজি তারা। তিনি আরো জানিয়েছেন অবিলম্বে অর্থ সাহায্য পাঠানো হবে ব্রাজিলের কাছে।

অন্যদিকে অ্যামাজনের অগ্নিকাণ্ডে ব্রাজিল সরকারের নিন্দা করছেন সারাবিশ্ব। পরিবেশবিদরা অ্যামাজনের এই অবস্থার জন্য গাছ কাটার কথা উল্লেখ করেছেন।

এর আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল বলেছিলেন, জি-৭ বৈঠকে অ্যামাজনে অগ্নিকাণ্ডকে অগ্রাধিকার দেয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর থেকে অ্যামাজনে অগ্নিকাণ্ড প্রায় ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবছর।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল জি-৭ বৈঠকের শুরুতে অ্যামাজনের অগ্নিকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট তার নিজের টুইটার থেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, ” আমাদের ঘর জ্বলছে।”

সম্পর্কিত খবর