এবার তফশিলিদের জন্য বিশেষ সুবিধা ঃ ইউপির সব জেলায় খোলা হবে আম্বেদকর নব্যোদয় বিদ্যালয়

ইউপিতে এবার উন্নয়নের দিন আসতে চলেছে, কারন ইউপির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৭০ শতাংশ আসন েবার তফসিলিদের জন্য দেওয়া হবে। আর  আম্বেদকর নব্যোদয় বিদ্যালয়টি ইউপির প্রতিটি জেলায় প্রতিষ্ঠিত হবে। এই আবাসিক বিদ্যালয়ের ৭০ শতাংশ আসন তফসিলি বর্ণের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

এছাড়াও থাকছে অন্অয সুবিধা, অন্যান্য ক্লাসের দরিদ্র শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন। এই প্রকল্পে, স্কুল নির্মাণের জন্য ৩০ একর জমি রাজ্য সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় সরকার নির্মাণ ও পরিচালনার ব্যয় বহন করবেঅকারন ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ন।  কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে সমাজকল্যাণ বিভাগ একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে।WhatsApp Image 2020 03 02 at 11.06.24আর এই প্রকল্পের আওতায়, এই বিভাগগুলির জনসংখ্যা ১৬.২ % এরও বেশি ঐ সকল জেলাগুলিতে এসসি শিক্ষার্থীদের জন্য আম্বেদকর নভোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।  রাজ্যের সব জনগন যাতে শিক্ষা পেতে পারেন সেই ব্যবস্থাই করে থাকেন। এমনকি প্রায় সব জেলায় এসসি জনসংখ্যা এই সীমা ছাড়াই বেশি।

গতকাল যোগি ঘোষণা করেন মেয়েদের নিরাপত্তার কথা দেন। আর সেই প্রস্তাব  অনুসারে, ১২ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা থাকবে। সিবিএসই সিলেবাস প্রযোজ্য হবে। আর সেই নিয়ম মনে রেখেই প্রত্যেকের জন্য সুবিধা আর , পড়াশোনার কথা মাথায় রেখেই এই নিয়ম। আবার অন্য দিকে স্কুলে  ৬০-৬০ জন শিশুকে প্রথম বর্ষে   ৯ ও ১১ শ্রেণিতে ভর্তি করা হবে। স্কুল পরিচালনার জন্য শিক্ষার্থীর জন্য ব্যয় বার্ষিক ১.২৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর