উইঘুর মুসলিমদের ওপর নজরদারি চালানোর শাস্তি স্বরূপ চীনের 28 সংস্থাকে কালো তালিকাভুক্ত করল ট্রাম্পের দেশ

বাংলা হান্ট ডেস্ক : এক দিকে যেমন ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়েছে ঠিক অন্য দিকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ বাণিজ্যিক খাত সহ একাধিক আন্তর্জাতিক ইস্যুতে চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে টানাপড়েন শুরু হয়েছে তাই এবার জিনজিয়াং প্রদেশে মুসলিমদের ওপর চীনের নজরদারি চালানোর জন্য কড়া পদক্ষেপ নিল আমেরিকা৷ তাই চীনের 27 সংস্থাকে কালো তালিকাভুক্ত করল ট্রাম্প প্রশাসন৷ তাই এবার থেকে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ওই সংস্থাগুলি কোনও ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পণ্য পরিষেবা বা প্রযুক্তি কিনতে পারবে না৷ তবে আমেরিকার পক্ষ থেকে হঠাত্ এই ধরনের সিদ্ধান্তে কিছুটা হলেও ক্ষুব্ধ চিন161215111807 trump xi jinping slipt getty full 169

কিন্তু মানবাধিকার লঙ্ঘন ও অত্যাচার চালানোর অভিযোগে ওই সংস্থাগুলিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর৷ সোমবার ওয়াশিংটনে তরফ থেকে একটি নথিপত্র প্রকাশিত হয়েছে সেখানেই স্পষ্ট উল্লেখ করা আছে চীন কাজাখাস্তান ও উইঘুর মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বিভিন্ন কারণে নজরদারি চালাচ্ছে এবং অত্যাচার চালাচ্ছে৷ দীর্ঘদিন ধরেই তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলি তুর্কিভাষী উইঘুর সম্প্রদায়ের হয়ে কথা বলতে শুরু করেছে৷

এমনকি রাষ্ট্রপুঞ্জে এ নিয়ে প্রশ্ন উঠছে, তাই এবার চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে জানা গিয়েছে ডিটেনশন ক্যাম্পে তুর্কিভাষী উইঘুর মুসলিমদের রেখে সেই সমস্ত ডিটেনশন ক্যাম্প গুলিকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাম দিয়ে চালাচ্ছে চীন৷ এমন কী ওই আঠাশটি সংস্থার মধ্যে পুলিশটি চীনের সরকারি সংস্থা বলে দাবি করা হয়েছে৷ তাই একদিকে উইঘুর মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানো অন্য দিকে চিন ও আমেরিকার যে শুল্ক ও বাণিজ্য যুদ্ধ চলছে তাঁর বিরুদ্ধে আমেরিকার এই নয়া পদক্ষেপ বলে সূত্রের খবর৷

সম্পর্কিত খবর