ভারতের থেকে কেন হাইড্রক্সি ক্লোরোকয়েন চাইছে আমেরিকা? কি বিশেষ আছে এই ওষুধে?

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে (COVID-19) প্রসার বৃদ্ধির ফলে বর্তমানে আমেরিকা (America) মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ম্যালেরিয়ার ঔষধ হাইড্রক্সি ক্লোরোকয়েন (Hydroxychloroquine) আমেরিকায় পাঠানোর অনুরোধ করেন। কিছু দিন আগেই ভারত সরকার ওষুধ পথ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যালেরিয়ার রোগের ওষুধ হাইড্রক্সি ক্লোরোকয়েন খুবই উপযোগী। এই ওষুধ অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ ক্লোরোকুইন থেকে একটু আলাদা। এই ওষুধ অটো ইমিউন রোগ অর্থাৎ অর্থরাইটিস রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এই ওষুধকে করোনা ভাইরাসের সাময়িক প্রতিষেধক রূপে প্রকাশ করার পরই জানা গেছে এই ওষুধ SARS-COV-2 রোগের প্রতিষেধক রূপেও প্রযোজ্য ছিল। এই ভাইরাস আবার কোভিদ- ২ রোগের জন্য দায়ী।

১৯ শে মার্চ দ্যা লেশেন গ্লোবাল হেলথের একটি প্রতিবেদনে বলা হয় এই ওষুধ করোনা ভাইরাসের সাময়িক প্রতিষেধক হিসাবেও কাজ করে। আমেরিকার মতো দেশে করোনা রোগীদেরকে এই ওষুধ দেওয়া হচ্ছে। এবং এর সুফলও পাওয়া যাচ্ছে। যার কারণে এই ওষুধের চাহিদা বাজারে অনেক বেড়ে গেছে। কিন্তু বর্তমানে ভারতে এই ওষুধ কিছু কম পরিমাণে উতপাদিত হচ্ছে। তাই ভারত সরকার এই ওষুধের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। সরকাররে পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে এই ওষুধের উৎপাদন কম থাকায়, বর্তমানে এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারী করা হল।

ভারতে প্রতিবছর বিপুল সংখ্যা মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। তাই বর্তমানে আরও বেশি করে ভারতীয় বিভিন্ন কোম্পানি এই ওষুধ প্রস্তুতির দিকে জোর দিচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর